আজকাল ওয়েবডেস্ক: একেই হয়তো বলে কপাল। নাহলে কী এমন একজন কুখ্যাত গ্যাংস্টার জামিন পেয়ে যান। মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় জামিন পেল কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন। ওই মামলায় যাবজ্জীবন সাজা হয় ছোটা রাজনের। তবে আরও একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ওই গ্যাংস্টারকে এখনও জেলেই থাকতে হবে।
২০০১ সালে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় বম্বে হাইকোর্ট ছোটা রাজনের জামিনের আর্জি মঞ্জুর করেছে। ১ লক্ষ টাকার বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করা হল ছোটা রাজনকে। তার জামিনের রায় দিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতি মোহিতে দেরে এবং বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চ।
চলতি বছরের মে মাসে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি খুনের মামলায় ছোট রাজনের যাবজ্জীবন সাজা হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছোটা রাজন। তার দাবি ছিল, যাবজ্জীবন সাজা বাতিল করে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক।
ছোটা রাজেনের বর্তমান বয়স ৬৪। মুম্বইতে মাফিয়া সিন্ডিকেট চালাতে তার অবদান ছিল অন্যতম। ১৯৭৯ সালে প্রথমবার পুলিশ কনস্টেবনকে হেনস্থা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জেল থেকে বেরিয়ে ছোটা রাজেন বড় রাজেনের দলে যোগদান করে। দাউদের হয়ে কাজ করত ছোটা রাজেন। এমনটাই সকলে বলে থাকে।
১৯৮৯ সালে ছোটা রাজেন দুবাই এবং ইন্দোনেশিয়াতে গা ঢাকা দেয়। সেখানে প্রায় ২৭ বছর ধরে নিজের মাফিয়ারাজ চালাত সে। এরপর সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ভারতের মাটিতে নিয়ে আসা হয় ২০১৫ সালে। সেই থেকেই জেলের ঘানি টানছে এই মাফিয়া ডন। তার বিরুদ্ধে বহু অপরাধমূলক কাজকর্মের যোগ রয়েছে। খুন, তোলাবাজি, পাচারচক্র, মাদক পাচার সবই রয়েছে এই কুখ্যাত মাফিয়ার বিরুদ্ধে।
