আজকাল ওয়েবডেস্ক : শীতের সময় হলেও চিন্তা ছাড়ছে না দিল্লিবাসীর। শনিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রির কাছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রির কাছে। এর থেকেই বোঝা যায় শীতের কবলে ধীরে ধীরে ডুবছে দিল্লিবাসী। পাশাপাশি রাতের দিকে আকাশ কিছুটা হলেও পরিষ্কার থাকার জন্য নতুন করে চিন্তা নেই। তবে শীতের এই প্রভাবের মধ্যেও দিল্লির বায়ুর দূষণকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
দিল্লিতে একিউআই রয়েছে ২৯৯। ফলে এটি যথেষ্ট খারাপ। প্রতিবারই দিল্লিতে শীতের সময় এই ধরণের পরিস্থিতি তৈরি হয়ে থাকে। শীতের দাপট থাকলেও দিল্লির দূষণ বেশ খানিকটা হলেও ভাবিয়ে তুলছে দিল্লিবাসীকে। দিনের বেলা রোদচশমা এবং ছাতা ব্যবহার করার পরামর্শ দিয়েছে। তবে বায়ুতে যে দূষণের মাত্রা রয়েছে সেটা চলতি বছরের শীতেও ফের নতুন করে ভোগাবে দিল্লিবাসীদের।
চিকিৎসকরা জানিয়েছেন যাদের শ্বাসকষ্ট, অ্যাসমা রয়েছে তারা যেন ঘর থেকে বেশি বাইরে না যান। পাশাপাশি শিশুরা যেন দূষণের এই পরিবেশে ঘর থেকে অতি দরকার ছাড়া বাইরে বের না হয়। দিল্লিতে প্রতিবছর এই দূষণের জেরে জেরবার হয়ে থাকেন সাধারণ মানুষ। নানা ধরণের ব্যবস্থা নিয়েও কার্যত কোনও লাভ হয়নি। দিল্লি রয়েছে দিল্লিতেই।
যে দূষণের গেরো থেকে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা থেকে তারা কবে বের হতে পারবে তা নিয়ে কোনও আশার বানী নেই। দিল্লি সরকার থেকে শুরু করে দিল্লির পুরসভা। সকলেই দিল্লির পরিস্থিতি উন্নত করার চেষ্টা করলেও সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয় সেটা হয়তো তারাও জানেন।
