আজকাল ওয়েবডেস্ক:   ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বর্ষীয়ান নেতার বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়ে গোটা দেশ যেখানে সরগরম। ঠিক তখনই চম্পাই সোরেন জানিয়ে দিলেন, তিনি কোনও ধরণের চ্যালেঞ্জকে ভয় করেন না। তাঁর পথে তিনি সমস্ত বাধাকে অতিক্রম করবেন। নিজের রাজনৈতিক কেরিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

 

 নিজের প্রাক্তন দল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, শিবু সোরেনের সঙ্গে তিনি কাজ করেছেন। দলের প্রতিটি কঠিন সময়ে তিনি পাশে থেকে লড়াই করেছেন। তবে দল বর্তমানে যার হাতে রয়েছে তার সমালোচনা করতেই তাঁকে নিয়ে অন্য সিদ্ধান্ত নিয়েছে জেএনএম। দলের প্রধান ফোকাস নষ্ট হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন চম্পাই সোরেন। বিগত ৫ বছরে জেএনএম নেতারা জানেই না তাঁদের কী করা উচিত, দাবি চম্পাই সোরেনের।

 

 আদিবাসীদের উন্নয়নের স্বার্থেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান চম্পাই সোরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করে চম্পাই সোরেন বলেন, বিশ্বের বৃহত্তম এই দলকে পরিচালনার কাজটি এই দুজন সঠিকভাবে করছেন। দেশের প্রতিটি মানুষের জন্য বিজেপি যে দায়িত্ব নিয়েছে তাকে আগামীদিনে এগিয়ে নিয়ে যেতেই তিনি বিজেপিতে যোগদান করেছেন।

 

 ২৮ আগস্ট চম্পাই সোরেন জেএনএম থেকে সরে যান। এরপরই তিনি বিজেপিতে যোগদান করার কথা ঘোষণা করেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, জোর করে তাঁকে হেমন্ত সোরেনের জন্য মুখ্যমন্ত্রী পদটি ছেড়ে দিতে বলা হয়েছে। দলের এই সিদ্ধান্তে তিনি ব্যথিত। তাই তিনি বিজেপিতে যোগদান করছেন। প্রসঙ্গত, হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পর চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার নিয়েছিলেন। তবে জেল থেকে বেরিয়ে আসার পরই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন হেমন্ত সোরেন।