আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বিধানসভায় পাস হওয়া বিল নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়েরের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র । ৮ এপ্রিল, তামিলনাড়ু বনাম রাজ্যপাল মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিল অনুমোদনের বিষয়ে তিন মাসের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। এই রায়ে রাষ্ট্রপতির “অ্যাবসোলিউট ভেটো” ক্ষমতাও কার্যত সীমিত হয়ে পড়েছে বলে অভিযোগ।

সূত্রের খবর, সরকার রিভিউ পিটিশনের মাধ্যমে হয় এই সময়সীমা নিয়ে, অথবা রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা সংক্রান্ত অংশ নিয়ে আপত্তি তুলতে পারে। এটর্নি জেনারেল আর ভেঙ্কটরামণি জানান, রাষ্ট্রপতির কথা এই মামলায় শোনা উচিত ছিল, তবে সরকার রিভিউ দায়ের করবে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

সুপ্রিম কোর্ট তার সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে অভূতপূর্ব পদক্ষেপ নিয়ে তামিলনাড়ুর ১০টি বিল অনুমোদন করে, যার মধ্যে কিছু বিল রাষ্ট্রপতি ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছিলেন। এই সিদ্ধান্ত “ন্যায়বিচারের স্বার্থে” নেওয়া হলেও, একাধিক মহল এটিকে "বিচার বিভাগের সীমা অতিক্রম" বলে সমালোচনা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেছে, এই রায়ে আইনগত কিছু অসঙ্গতি রয়েছে এবং তাদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সরকার এখন রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে খবর। এই আইনি লড়াই যে এখানেই শেষ নয়, তা স্পষ্ট।