আজকাল ওয়েবডেস্ক: ইউনিফাইড পেনশন স্কিমের পর, এবার সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর। এমাসেই এবার বড় পরিমাণে মহার্ঘ্য ভাতা পেতে চলেছেন কেন্দ্র সরকারের কর্মীরা। 

কিন্তু প্রশ্ন, কবে পাবেন? সূত্রের খবর, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ৩ থেকে ৪ শতাংশ হারে ডিএ পেতে পারেন কেন্দ্র সরকারের কর্মীরা। এর আগে ৪ শতাংশ হারে ডিএ বেড়েছিল। পেনশনভোগীদের ডিআর ৪ শতাংশ হারে বেড়েছিল। 

সংসদের সাম্প্রতিক বাদল অধিবেশন চলাকালীন, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী করোনা মহামারী কালের ডিএ এবং ডিআর বকেয়া ইস্যুটি নিয়ে কথা বলেন। 

সরকার কীভাবে ডিএ বৃদ্ধির হিসাব করে? ডিএ এবং ডিআর বৃদ্ধি ইন্ড্রাস্ট্রিয়াল ওয়ার্কারসদের জন্য অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ১২ মাসের গড় বৃদ্ধির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। অন্যদিকে সময় মত অষ্টম পে কমিশন গঠন করবে মোদি সরকার, এমনটাই আশা করছেন কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা। তাঁদের আশা, ১ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে সমস্ত সুপারিশ কার্যকর হবে। কেন্দ্র প্রতি ১০ বছরে নতুন বেতন কমিশনের সুপারিশ গুলি একে একে কার্যকর করেছে। কর্মচারীদের আশা, অষ্টম পে কমিশনেও এই ধারা অব্যাহত থাকবে।


তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। গত ১০ বছরের সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০২৫ নাগাদ। সরকার এখনও পর্যন্ত পরবর্তী বেতন কমিশন গঠনের জন্য কোনও সময়সীমা দেয়নি। বাজেটের পরে, পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে জানতে চাওয়া হলে অর্থসচিব টি বি সোমানাথন জানিয়েছিলেন, এটি বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় বাকি রয়েছে।

ষষ্ঠ পে কমিশন থেকে সপ্তম পে কমিশন হওয়ার সময় ইউনিয়নগুলি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছিল। কিন্তু সরকার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ নির্ধারণ করে। এতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন প্রতি মাসে ১৮,০০০ টাকা বৃদ্ধি পায়। যা আগের পে কমিশন থেকে ৭০০০ টাকা বেশি।