আজকাল ওয়েবডেস্ক: দেশের আইআইটি গুলিতে চলছিল ক্যাম্পাসিং। দেশ এবং বিদেশের সংস্থাগুলি এসে পড়ুয়াদের ইন্টারভিউর মাধ্যমে চাকরি দিয়ে থাকে। দিনকয়েক আগেই আইআইটি খড়গপুরে প্রথমদিনেই বিপুল চাকরির অফার চর্চার শিরোণামে এসেছিল। ২৮ ঘণ্টার মধ্যে ৮০০ জন পড়ুয়া চাকরি মিলেছিল। এবার শিরোণামে আইআইটি কানপুর। সেখানে একদিনে ৫৭৯ জন পড়ুয়া চাকরি পেয়েছেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরে ক্যাম্পাসিংয়ের প্লেসমেন্ট এবং প্রি-প্লেসমেন্টের প্রথম দিনেই বিপুল সংখ্যক পড়ুয়ার চাকরি মিলেছে। এর মধ্যে ১৩জন আন্তর্জাতিক সংস্থায় বড় মূল্যের চাকরি পেয়েছেন। প্রথম দিনে মাইক্রোসফট, টেক্সাস ইন্সট্রুমেন্টস, ডেটাব্রিক্স, গুগল, আমেরিকান এক্সপ্রেস, এসএলবি এবং ডয়েচে ব্যাংকের মতো ৭৪টি সংস্থা পড়ুয়াদের ক্যাম্পাসিংয়ে এসেছিল।
কানপুর আইআইটির ডিরেক্টর মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, একদিনে এই বড় সংখ্যক প্লেসমেন্ট কানপুরের একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং আমাদের ছাত্রদের দক্ষতাকে তুলে ধরে। তিনি পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন। উচ্ছ্বসিত পড়ুয়ারাও।
অন্যদিকে, আইআইটি খড়গপুর সূত্র খবর, পয়লা ডিসেম্বরে ২০২৪-২৫ সালের ব্যাচের প্লেসমেন্ট শুরু হয়েছে। প্রথমদিনে প্রথম পর্বেই ৮০০ জন পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। তাঁদের মধ্যে ন'জন পড়ুয়া বার্ষিক এক কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন। একজন পড়ুয়া বার্ষিক ২.১৪ কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন। যা আইআইটি খড়গপুরের প্লেসমেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, ক্যাপিটাল ওয়ান, ডেটাব্রিকস, ডিই শ-র মতো বড় বড় বহুজাতিক কোম্পানিতে চাকরির অফার পেয়েছেন বহু পড়ুয়া। সফটওয়্যার, ব্যাঙ্কিং, ফিনান্স, কোর ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পেয়েছেন পড়ুয়ারা। আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি জানিয়েছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কনক্লেভ আয়োজিত হচ্ছে। বর্তমানে চাকরির বাজার সংকুচিত হলেও প্রথমদিনেই রেকর্ড ভাঙা চাকরির অফারে যারপরনাই খুশি পড়ুয়ারা।
