আজকাল ওয়েবডেস্ক : গত বছরেই হয়েছে লোকসভা ভোট। আর চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে এনডিএ সরকার তাদের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ফের একবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে কবে পেশ হবে এই বাজেট তা কী আপনার জানা রয়েছে। ২০২৫-২৬ সালের বাজেট পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। সেদিন সকাল ১১ টা নাগাদ লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এটি হবে নির্মলা সীতারমনের টানা অষ্টম বাজেট এবং দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মোদি সরকার এবার এনডিএ-র হার ধরে ফের ক্ষমতায় এসেছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী। এবারের বাজেটে কোন দিকগুলি সকলের নজরে থাকবে একবার দেখে নিন।
এবারের বাজেটে কর ছাড়ের দিকটি সবার আগে নজর থাকবে সকলের। ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। এর ফলে মধ্যবিত্তদের উপর বাড়তি বোঝা কমতে পারে। বানিজ্যমহলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতিমধ্যেই আয়কর ছাড় নিয়ে একটি প্রস্তাব রেখেছে। তারা চায় ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হোক। যদিও সেখানে কর দিতেই হয় তবে তা যেন বেশি না হয়।
পেট্রোল-ডিজেলের উপর থেকে যদি এক্সাইজ ডিউটি কমানো যায় তাহলে এর দাম কমতে পারে। ফলে রোজকার জীবনে সাধারণ মানুষ অনেক বেশি স্বস্তি পেতে পারে। কমতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও।
বিদ্যুৎচালিত যানবাহনের উপর এবারের বাজেটে জোর দেওয়া হতে পারে। এর দাম যদি কম হয়ে যায় তাহলে সাধারণ মানুষ অনেক বেশি এই ধরণের যানবাহনের উপর জোর দেবে। ফলে জ্বালানির ব্যবহার অনেকটাই কমবে।
এবারের বাজেটে জিডিপি কতটা বাড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যদি দেশের জিডিপি সঠিক পথে না থাকে তাহলে আগামীদিনে দেশ অনেকটাই পিছিয়ে পড়বে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
বাজেটে এমএসএমই-র দিকে বিশেষ নজর থাকবে। ফলে ছোটো শিল্প থেকে শুরু করে মাঝারি ধরণের শিল্পগুলি কতটা প্রভাবিত হবে তার দিকে সকলের নজর থাকবে। এরফলে স্থির হবে আগামীদিনে দেশে কর্মসংস্থান কতটা বাড়বে বা কমবে।
করোনাকালের পর ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। সেদিক থেকে দেখতে হলে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করবে সেদিকেও সকলের নজর থাকবে।
