আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে নজর ছিল মোদি সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেটের দিকে। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। মঙ্গলবার বাজেট পেশ করছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এদিকের বাজেট পেশের মাধ্যমে সপ্তমবার বাজেট পেশ করে রেকর্ড গড়লেন তিনি। বাজেট পেশের আগের মুহূর্ত পর্যন্ত জোর জল্পনা ছিল একাধিক বিষয়ে। কোন খাতে কী বরাদ্দ হতে পারে, এই বাজেট কতটা মধ্যবিত্ত-সহায় হবে, প্রশ্ন ছিল তা নিয়ে। বেলা ১১টায় বাজেট পেশ শুরু করেন দেশের অর্থমন্ত্রী। 

মঙ্গলবার বাজেট পেশের আগে অর্থমন্ত্রী তুলে ধরলেন এর আগে হওয়া অন্তর্বর্তী বাজেটের কথা। সঙ্গেই জানালেন, কৃষির উৎপাদনশীলতা, কর্মসংস্থান, সামাজিক ন্যায়, ম্যানুফ্যাকচারিং, শহরের উন্নতি-সহ এবারের বাজেটে ৯টি বিষয়ে মূল ফোকাস করা হয়েছে। শুরুতেই অর্থমন্ত্রী জানান, এই বাজেটে মূল ফোকাস করা হয়েছে কর্মসংস্থান এবং মধ্যবিত্তের সুবিধার জন্য। নজর দেওয়া হবে কর্মসংস্থানে। প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করলেন। জানালেন কলকাতায় বিজনেস করিডর তৈরির পরিকল্পনার কথা। 

তবে এই বাজেটকে কোথাও গিয়ে ‘শরিকের ভরাসায়’ থাকা সরকারের জোট শরিকদের উপর বেশি জোর দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, বাজেটে পরপর ঘোষণা করা হল বিহার-অন্ধ্রপ্রদেশের জন্য। বিহারে তৈরি হবে বিমানবন্দর, বন্যা নিয়ন্ত্রণেও বিশেষ প্যাকেজ রাজ্যকে। নালন্দা বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলা হবে আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে, বন্যায় গৃহহীণদের জন্য ১১ হাজার ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়ন, জল, বিদ্যুৎ, শিল্পের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে। চলতি অর্থ বর্ষেই অন্ধ্রপ্রদেশকে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা দেওয়া হবে। ওই টাকা দেওয়ার মূল কারণ অন্ধ্রপ্রদেশকে রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তোলা।

অন্যদিকে বাজেটে জোর দেওয়া হচ্ছে কর্মসংস্থানে। আগামী ৫ বছরে ৫০০টি সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি শিক্ষার্থী। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হবে তঁদের এই সময়কালে। ১ কোটি গরীব-মধ্যবিত্তের জন্য আবাস যোজনায় বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। ভর্তুকি থাকবে ঋণে। ক্যাপিটাল এক্সপেনিচারে বরাদ্দ করলেন ১১১১১১১ কোটি টাকা। বাজেটে জোর দেওয়া হল পর্যটনেও। পর্যটনে সহায়তা করা হবে ওড়িশাকে। মহাকাশ অর্থনীতিতে বরাদ্দ করা হল ১০০০ কোটি টাকা। বাজেটে ক্ষুদ্র-মাঝারি শিল্পে জোর দেওয়া হয়েছে। ২.৬৬ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে গ্রামোন্নয়নের জন্য।