আজকাল ওয়েবডেস্ক: একেই হয়তো বলে প্রেমের টান। ব্রাজিলের এক ৫১ বছরের মহিলা প্রেমে পড়লেন ৩০ বছরের ভারতীয়র সঙ্গে। ছত্তিশগড়ে ঘুরতে এসেছিলেন ওই মহিলা। সেখানেই পবন গোয়েল নামে ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই তাদের মধ্যে প্রেম শুরু।

 

প্রথমে বন্ধুত্ব হলেও সেই সম্পর্ক প্রেমে পরিনত হতে বেশি সময় নেয়নি। বয়স বা ভাষা সেখানে কোনও বাধা হয়নি। সামাজিক মাধ্যম থেকে আলাপচারিতা শুরু হলেও তাদের মধ্যে দ্রুত প্রেম শুরু হয়। নিজেদের ভালবাসা জাহির করতে কেউই কোনও কসুর করেননি। রোজি নামে ওই ব্রাজিলিয়ান মহিলা ব্রাজিল থেকে ভারতে এসে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। নিজের স্বামী এবং সন্তানকে তিনি নতুন এই প্রেমের কথা বলেন। ভারতের মাটিতে এসে নিজের নতুন জীবন শুরু করার কথাও তিনি তাদের বলেন।

 

পবনের বাড়ি দিল্লিতে সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন রোজি। পবনকে তিনি বিয়ে করতে চান বলেও জানিয়েছেন। দুজনের এই সম্পর্ক পবনের বাড়ি থেকে মেনে নিতেই তারা নিজেদের বিয়ের কার্ড ছাপিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই এই বিয়ে ঘিরে গোটা এলাকায় তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। ইতিমধ্যেই নিজের আগের স্বামীকে ডিভোর্স দিয়েছেন রোজি। এবার পবনকে বিয়ে করে ভারতে স্থায়ীভাবে থাকতে চান রোজি।