আজকাল ওয়েবডেস্ক: মুম্বাইয়ে সম্প্রতি ভয়াবহ এক ঘটনা ঘটেছে। একটি হাউজিং সোসাইটির বারান্দা থেকে নাবালিকাকে ধাক্কা দিয়ে হত্যা করে এক নাবালক। খুন করে ঘটনাকে আত্মহত্যা তকমা দেয় ওই বালক৷ ইতিমধ্যেই নাবালকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ৷ ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর বয়স ১৫ বছর।  অভিযুক্ত এবং তিনি বন্ধু ছিলেন। তরুণী একটি আন্তর্জাতিক স্কুলের ছাত্রী ছিলেন৷ মুলুন্ড এলাকায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন। সূত্রে জানা গিয়েছে, ২৪শে জুন মেয়েটি ভান্ডুপ (পশ্চিম) এলাকার একটি হাউজিং সোসাইটিতে ছেলেটির সঙ্গে  দেখা করতে এবং পড়াশোনার বিষয়ে আলোচনা করতে আসেন। এরপর তরুণ তাঁকে সোসাইটির ডি-উইংয়ের বারান্দায় একটি জলের ট্যাঙ্কের উপরে নিয়ে যায়।  আড্ডা, কথোপকথন ডেটিং নিয়ে আচমকা তাদের মধ্যে বচসা শুরু হয়। বিতর্ক চলাকালীনই অভিযুক্ত তরুণীকে ধাক্কা দেয়।  

এরপর অভিযুক্ত তরুণীর মোবাইল ফোন বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দেয়। ফোনটি কম্পলেক্সের ই-উইংয়ের কাছে পড়ে। এক নিরাপত্তারক্ষী ডাক্ট এলাকায় মেয়েটির মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। তদন্তের সময়, অভিযুক্ত পুলিশকে জানায় যে পড়াশোনার চাপে তরুণী জানালা থেকে লাফিয়ে আত্মহত্যা করে।

সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর পুলিশ অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাবাদ চলাকালীন তরুণ অপরাধ স্বীকার করে। সোমবার রাতে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে ডোংরির একটি হোমে পাঠানো হয়েছে।