আজকাল ওয়েবডেস্ক: হোটেল বুক করা, কিংবা হোটেলের ঘরে যাওয়ার অর্থ যৌন সম্পর্কে সম্মতি নয়। বোম্বে হাইকোর্ট এদিন সাফ জানিয়েছে, উপরিউক্ত ঘটনাগুলির প্রেক্ষিতে কেউ শারীরিক সম্পর্কে সম্মতি ধরে নিলে, সেটি সম্পূর্ণরূপে ভুল ধারণা। গোয়ার একটি ঘটনার প্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট জানিয়েছে, একটি মেয়ে একজন পুরুষের সঙ্গে হোটেলের ঘর বুকিং করলে, কিংবা তার সঙ্গে হোটেলের ঘরে থাকার অর্থ এই নয় যে, তিনি শারীরিক সম্পর্কে সম্মতি দিচ্ছেন

বিচারপতি ভারত দেশপান্ডের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ মারগাও ট্রায়াল কোর্টের ২০২১ সালের মার্চের একটি নির্দেশ এদিন খারিজ করে। সূত্রের খবর, ওই রায় এক ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ থেকে খালাস করেছিল।


ট্রায়াল কোর্ট ওই মামলায় রায় দেওয়ার সময় বলেছিল, যেহেতু ওই যুবতী হোটেলের ঘর বুক করার কাজে যুক্ত ছিলেন, তাঁর অর্থ দাঁড়ায় হোটেলের ঘরে ঘটা শারীরিক সম্পর্কের বিষয়েও তাঁর সম্মতি ছিল। সেই কারণেই সঙ্গী যুবক, গুলশের আহমেদের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ বৈধ নয়।

 এদিন হাই কোর্ট ট্রায়াল কোর্টের বিচারকের মন্তব্যকে ত্রুটিযুক্ত বলে উল্লেখ করেছে। একই সঙ্গে উল্লেখ করেছে আদালত, ওই যুবতীর হোটেলের ঘর থেকে বেরিয়ে আসার পরের পরিস্থিতি, কান্নাকাটি, পুলিশে অভিযোগ করার বিষয়টি থেকেই বোঝা যায়, হোটেলের ঘরে যা হয়েছে, তা তাঁর সম্মতিতে হয়নি। হোটেলের কর্মীরাও এই ঘটনাটি জানিয়েছে, সেকথাও উল্লেখ করেছে আদালত।