আজকাল ওয়েবডেস্ক: বিধ্বস্ত আমেদাবাদ-লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সূত্র শুক্রবার ইন্ডিয়া টুডে টিভিকে এমনই জানিয়েছে। বিমানের লেজের কাছে থাকা কমলা রঙের ডিভাইসটি দুর্ঘটনার তদন্তে সহায়তা করবে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় খন পর্যন্ত কমপক্ষে ২৬৫ জন নিহত হয়েছে।

আমেদাবাদে যে আবাসিক ডাক্তারদের হোস্টেলের উপর বিমানটি ভেঙে পড়েছিল তারই ছাদ থেকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দল।

ব্ল্যাক বক্স উদ্ধারের ফলে দুর্ঘটনার তদন্ত সুবিধা হবে। স্পষ্ট হবে দুর্ঘটনার মুহূর্তে কী অবস্থা হয়েছিল।

বিমান দুর্ঘটনার রহস্য উন্মোচনে ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এি ডিভাইসটিতে একটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) রয়েছে। প্রথমটি বিমানের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রযুক্তিগত তথ্য রেকর্ড করলেও, দ্বিতীয়টি শেষ মুহূর্ত পর্যন্ত দুই পাইলটের মধ্যে ককপিটের কথোপকথন রেকর্ড করে।

এর আগে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। তবে শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়া-র তরফে স্পষ্ট করে বলা হয় যে, দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়। বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছিল "দুর্ভাগ্যজনক এআই-১৭১ দুর্ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এয়ার ইন্ডিয়া। কিন্তু আমরা স্পষ্ট করে জানাতে চাই, ব্ল্যাক বক্স এখনও পাওয়া যায়নি। এটি উদ্ধার সংক্রান্ত যে কোনও খবরই নিছক অনুমান ছাড়া কিছু নয়।"

বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি বৃহস্পতিবার আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনা। দুর্ঘটনার পরই তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা। ব্ল্যাক বক্স উদ্ধারের ঘটনা সত্য হলে এবার তদন্তে গতি আসবে। জানা যাবে বিমান বেঙে পড়ার আসল কারণ।