আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যে খানিকটা চাপে রয়েছে বিজেপি শিবির। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মন্তব্যের পর কংগ্রেসের পক্ষ থেকে দাবি উঠেছে কঠিন শাস্তির।
 
 এরপরই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। তারা দলের নেতা, মন্ত্রীদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করছে। এখানে দলের সর্বস্তরের নেতা-মন্ত্রীরা থাকবেন। কীভাবে সাধারণের মধ্যে সঠিকভাবে কথা বলতে হবে তার পাঠ এই শিবির থেকে দেওয়া হবে। দলের নীতি মেনে সকলকে চলতে হবে। সেখানে কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
 
 কোনও সভা থেকে কোনও ধরণের বিতর্কিত মন্তব্য করা যাবে না বলেও দলের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। জুন মাসে ভোপালে এই প্রশিক্ষণ শিবির করা হবে। সেখানে নেতা-মন্ত্রীদের শেখানো হবে কীভাবে জনসভায় বিভিন্ন বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকা যায়।
 
 দলের ভাবমূর্তি ধরে রাখতে বিজেপির এই প্রশিক্ষণ শিবিরে দলের সিনিয়র নেতারা থাকবেন। পাশাপাশি জাতীয় স্তরের মুখপাত্ররাও যোগ দেবেন। এছাড়া মিডিয়ার সঙ্গে কীভাবে কথা বলতে হবে তা নিয়েও বিস্তরিত পাঠ দেওয়া হবে এই কর্মশালায়। 
 
 বিজেপির মিডিয়া বিভাগের প্রেসিডেন্ট আশিস আগরওয়াল জানিয়েছেন, এই ধরণের প্রশিক্ষণ শিবির এবার থেকে দেশের বিভিন্ন রাজ্যে তারা আয়োজন করবেন। সেখানে স্থানীয় স্তরের নেতা থেকে শুরু করে দলের উচ্চপদে থাকা নেতারাও যোগ দেবেন।
 
 প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি পরোক্ষভাবে কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসের বোন বলে উল্লেখ করেন। এরপরই গোটা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। 
 
 রাজনৈতিক দিক থেকে বিতর্কের পর মধ্যপ্রদেশ হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টেও চরম তিরষ্কার করা হয় এই বিজেপি নেতাকে। ভারতের অপারেশন সিঁদুরের প্রধান দুই উইং কমান্ডার কর্নেল সোফিয়া কুরেশি এবং ব্যোমিং সিং যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেন তা সকলের প্রশংসা কুড়ায়। এই হামলায় ১০০ জনের বেশি জঙ্গিকে খতম করে ভারত।  
