আজকাল ওয়েবডেস্ক: ঘটনাটি ২০ জুলাই রাতে ঘটেছে। ইন্দোর থেকে হরিদ্বারগামী ঋষিকেশ এক্সপ্রেস ট্রেনে চুরির ভয়াবহ ঘটনা সামনে এসছে। খবর অনুযায়ী, ট্রেনে করে মৃত মায়ের অস্থি বিসর্জন দিতে যাচ্ছিলেন বিজেপির ইন্দোর বিধানসভা সেগমেন্ট ১-এর মিডিয়া ইনচার্জ দেবেন্দ্র ইনানি। তাঁর সঙ্গে ছিলেন তাঁর পরিবারের আরও আট সদস্য। প্রায় মাস খানেক আগে হরিদ্বারের টিকিট কাটা হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। ইনানির ৮৫ বছর বয়সী বৃদ্ধা মা রামকন্যা ইনানির মৃত্যু হয়েছিল চলতি বছরের ৮ এপ্রিল। সেই উপলক্ষেই হরিদ্বার যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের ২০ তারিখ রাতে পরিবারের সকলে ইন্দোরের লক্ষ্মীবাই নগর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সূত্র অনুযায়ী ঘটনাটি ঘটে ২১ জুলাই ভোর ৪ টে নাগাদ মোরেনা ও আগ্রা ক্যান্ট স্টেশনের মধ্যবর্তী পথে। অভিযুক্ত চোর এস-৪ কোচ থেকে এসে ইনানির এস-২ কোচে প্রবেশ করে। ইনানি তখন ঘুমিয়ে ছিলেন। তাঁর মুখের ওপর একটি সাদা চাদর টানা ছিল। এমন সময় তিনি অনুভব করেন, কেউ একজন তাঁর মুখের কাছে হাত দিচ্ছে।
তৎক্ষণাৎ ইনানি সেই হাতটি চেপে ধরেন। ঠিক তখনই ট্রেনের আলো জ্বলে ওঠে এবং চোর হাতেনাতে ধরা পড়ে যায়। জানা গিয়েছে চোরটি লাল কাপড়ে মোড়ানো একটি পিতলের ব্যাগ চুরি করতে চেয়েছিল। তাতে ইনানির মায়ের অস্থি রাখা ছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তি মোরেনা ও আগ্রার মধ্যবর্তী কোনও এক স্টেশন থেকে ট্রেনে ওঠে। এমনকি এর আগেও অন্যান্য কামরায় চুরির চেষ্টা করেছিল অভিযুক্ত।
চিৎকার-চেঁচামেচির শব্দে আশেপাশের যাত্রীরাও জেগে ওঠেন।এরপর উপস্থিত সকলে মিলে চোরটিকে ধরে ফেলেন। পরে ট্রেনের কামরায় তল্লাশি চালান হয়৷ তল্লাশির পর কামরার ওয়াশরুমে দুটি খালি পার্স পাওয়া যায়। একজন যাত্রী জানিয়েছেন, তাঁর মোবাইল ফোনটিও অভিযুক্ত এই চোর ট্রেনের বাইরে ফেলে দেয়। অভিযুক্ত ব্যক্তি গোয়ালিয়রের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে আগ্রা ক্যান্ট স্টেশনে রেল পুলিশ (GRP)-এর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে পুলিশ তার অতীত ও অপরাধমূলক রেকর্ড খতিয়ে দেখছে।
আরেকদিকে সংবাদমাধ্যমে এক আবেগঘন সাক্ষাৎকারে ইনানি বলেছেন, 'আমার মায়ের অস্থি যদি নষ্ট হয়ে যেত, আমি আমার মায়ের আত্মাকে কী উত্তর দিতাম?' তিনি আরও জানান, এটি শুধু চুরির ঘটনা নয়, এটি ধর্মীয় ও পারিবারিক আবেগে আঘাত দেওয়ার মত ঘটনা। এই ঘটনার জেরে অনেক যাত্রী ইতিমধ্যেই ট্রেনের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।
আরও পড়ুনঃ খাবারের ভেতর পোকা কিলবিল করছে! বেঙ্গালুরু বিমানবন্দরে যা ঘটল তাতে চক্ষু চড়ক গাছ সবার...
সূত্র মারফত পরিবারের সদস্যদের নিয়ে ইনানি হরিদ্বারে পৌঁছন সোমবার। পৌঁছনোর পরদিন অস্থি বিসর্জনের বিধি সুসম্পন্ন করেন। মঙ্গলবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়। যেখানে দেখা যায়, অভিযুক্ত চোরকে ইনানি ও ট্রেনের অন্যান্য যাত্রীরা ধরে রেখেছেন। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেন।
