আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেতার কেচ্ছা আবারও ফাঁস। এবার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের বর্ণনা শুনে চমকে উঠেছে পুলিশও। 

 

জানা গেছে, ওই বিজেপি নেতার প্রেমের সম্পর্কে 'পথের কাঁটা' ছিল তার স্ত্রী। বাড়িতে দায়িত্ববান স্বামীর মতো আচরণ করলেও, মনে মনে স্ত্রীকেই খুনের পরিকল্পনা করছিল কয়েক মাস ধরে। অবশেষে স্ত্রীকে নির্মমভাবে হত্যা করে সে। কিন্তু কেন স্ত্রীকে চিরতরে দুনিয়া থেকে গায়েব করার পরিকল্পনা করছিল? জানা গেছে, প্রেমিকার জোরাজুরিতেই স্ত্রীকে খুন করে ওই বিজেপি নেতা। 

 

নিজের কেচ্ছা ও বিবাহবহির্ভূত সম্পর্কটি লুকিয়ে রাখার জন্য খুনের ঘটনাটি লুকিয়ে রাখতে চেয়েছিল সে। পুলিশকে ওই বিজেপি নেতা জানিয়েছিল, স্ত্রীকে এক চোর এসে খুন করে পালিয়ে গেছে। কিন্তু পুলিশের তদন্তের শুরুতেই বিজেপি নেতার কুকীর্তি ফাঁস হয়ে যায়। 

 

আরও পড়ুন: সারাক্ষণ ঘ্যানঘ্যান, কান্না! জন্মদিনেই ২ বছরের মেয়েকে বেধড়ক মারধর মায়ের, উপহার নিয়ে এসে নিথর দেহ দেখল বাবা

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেরে। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছিল গত ১০ আগস্ট। অভিযুক্ত বিজেপি নেতার নাম, রোহিত সাইনি। তার স্ত্রীর নাম, সঞ্জু সাইনি। তাঁর মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ‌। ঘটনাটি ঘিরে পুলিশের তদন্তের শুরুতেই রোহিত জানিয়েছিল, তার বাড়িতে চোর ঢুকেছিল। দামি জিনিসপত্র চুরি করে পালিয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই চোরকে বাধা দিতে গিয়েছিলেন স্ত্রী। সেই সময় সঞ্জুকে কুপিয়ে পালিয়ে যায় চোর। 

 

কিন্তু রোহিতকে জেরার সময় থেকেই পুলিশের সন্দেহ হয়েছিল। তার অসংগতিপূর্ণ কথা শুনেই আরও জেরা করতে শুরু করে পুলিশ। দীর্ঘ জেরার পরেই স্ত্রীকে খুনের ঘটনাটি স্বীকার করে নেয় রোহিত। পুলিশকে সে জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি স্ত্রী জানতেন না। ঋতু নামের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাহবহির্ভূত সম্পর্কে সে জড়িত ছিল। ঋতু সঞ্জুর কথা জানত প্রথম থেকেই। 

 

আরও পড়ুন: এক কোপে ৪ বছরের খুদের যৌনাঙ্গ কেটে নিল পাশের বাড়ির কাকু-কাকিমা, কারণ জানলে আঁতকে উঠবেন

 

রোহিত আরও জানিয়েছে, সঞ্জুকে ঋতু একেবারেই পছন্দ করত না। বারবার বিয়ের জন্য জোরাজুরি করত। পাশাপাশি স্ত্রীকে খুনের পরিকল্পনা সেই করেছিল। জানিয়েছিল, স্ত্রী থাকলে, তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। ঋতুর চাপেই স্ত্রীকে খুনের ঘটনাটি সে ঘটিয়েছে। এর জন্য ঋতুকেই দায়ী করেছে রোহিত। সে এও জানিয়েছে, খুনের পর চুরির গল্প বানিয়েছিল ঋতু। তরুণী পরামর্শ দিয়েছিল, চোর স্ত্রীকে খুন করে পালিয়েছে, এমনটাই পুলিশকে জানাতে। 

 

সঞ্জুর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অভিযুক্ত বিজেপি নেতা রোহিত ও ঋতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দুজনকেই একযোগে জিজ্ঞাসাবাদ করছে তারা। খুনের নেপথ্যে আর কী কী কারণ ছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খাস বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেতার এহেন কীর্তি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরাও ঘটনাটি ঘটেছে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।