আজকাল ওয়েবডেস্ক: তবে কী চম্পাই সোরেন বিজেপিতে যোগদান করছেন ? এই প্রশ্ন এখন ঘুরছে দিল্লির অলিতে গলিতে। এরই মাঝে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝির মন্তব্য নিয়ে বাড়তি জল্পনা তৈরি হল। নিজের পোস্টে তিনি লেখেন, চম্পাই দা, আপনি একজন বাঘ। আপনি ভবিষ্যতেও বাঘ থাকবেন। এনডিএ পরিবারে আপনাকে স্বাগত।
বিগত কয়েকদিন ধরেই চম্পাই সোরেন কোন দলে যাবেন তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। নিজে মিডিয়ার সামনে অবশ্য সেকথা বলেলনি চম্পাই সোরেন। নিজের পুরনো দলের সঙ্গে রয়েছেন বলে মিডিয়ার সামনে বার বার দাবি করলেও তিনি যে দিল্লিতে এমনি আসেননি তা কেন্দ্রীয় মন্ত্রীর এই পোস্টেই স্পষ্ট। হেমন্ত সোরেনের সঙ্গে তার মৌখিক সম্পর্ক ভাল হলেও হেমন্ত ফিরে আসার পর তাঁকে যে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই বিষয়টি ভাল নজরে দেখেননি চম্পাই সোরেন।
তাই মুখে কিছু না বললেও তিনি যে এবার নিজের পথ নিজেই বাছতে চলেছেন সেকথা বলাই বাহুল্য। ঝাড়খণ্ডের ১২ তম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছিলেন। কিন্তু হেমন্ত সোরেন জেল থেকে বের হতেই তিনি নিজের পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপরই হয়তো ধীরে ধীরে নিজের পুরনো দলের প্রতি তাঁর মোহভঙ্গ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিমহল।
চম্পাই সোরেন নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, আমার কাছে তিনটি পথ রয়েছে। প্রথম, রাজনীতি থেকে অবসর। দ্বিতীয়, নিজের আলাদা দল তৈরি করা। তৃতীয়, অন্য কোনও দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করা। সামনেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। তার আগে এইসমস্ত বিষয় খোলা রয়েছে আমার সামনে।
