আজকাল ওয়েবডেস্ক: রিয়্যালিটি শো বিগ বস তাঁকে পৌঁছে দিয়েছিল খ্যাতির শীর্ষে। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যাও ৬ লক্ষের বেশি।  তাঁর সেই খ্যাতি ছাপ ফেলতে পারল না ভোটবাক্সে। 'নোটা'র চেয়েও কম ভোট পেলেন আজাজ খান।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারসোভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন আজাদ। তাঁকে সমর্থন জানিয়েছিল চন্দ্রশেখর আজাদের দল আজাদ সমাজ পার্টি। কিন্তু তিনি ভোট পেয়েছেন মাত্র ১৫৫টি। ওই আসনে 'নোটা'তে ভোট পড়েছে ১২৯৮টি। শিবসেনা প্রার্থী (উদ্ধব গোষ্ঠী) হারুন খান ভারসোভা আসনে ৬৫৩৯৬টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। 

আজাদের প্রাপ্ত ভোটের সংখ্যা জানাজানি হতেই আজাদকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এক জন লিখেছেন, "বিগ বসের আসরের মতো রাজ্যের নির্বাচনে ১৬ বয়সে কেউ ভোট দিতে পারেন না।" 

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী, ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন জোট ২৩১টি আসনে এগিয়ে রয়েছে।