আজকাল ওয়েবডেস্ক: আরও ঢেলে সাজানো হবে ভারতীয় সেনাবাহিনীকে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবিষয়ে জানান মোট ৬৭ হাজার কোটি টাকা খরচ করা হবে। সেখানে ভারতের তিন সেনাবাহিনীর খাতই খরচ করা হবে বলেই খবর মিলেছে। 


ডিএসি এবিষয়ে সমস্ত কাজ করছে। তারা জানিয়ে দিয়েছে ভারতীয় সেনাকে আরও দৃঢ়ভাবে তৈরি করা হবে। এজন্য যে টাকার দরকার সেটি খরচ করা হবে। এই দলের প্রধান হিসেবে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন ভারত নিজের সেনাবাহিনীকে আরও ঢেলে সাজাবে। ফলে সেখানে ভারতীয় সেনাবাহিনীতে ব্রক্ষ্মসের মতো আরও শক্তিশালী অস্ত্র যোগ করা হবে। চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কাজ যাতে দেশীয় পদ্ধতিতে তৈরি করা যায়। সেনাবাহিনীর ডিফেন্স মিসাইল সিস্টেম যাতে আরও জোরালো হয় সেদিকে বিশেষভাবে দেখা হবে।

আরও পড়ুন: অবসরে পেতে পারেন ৯ কোটি টাকা, মাসে গুনতে হবে কত?


ভারতীয় বিমান বাহিনীকে বিশেষভাবে তৈরি করা হবে। এজন্য যে টাকা দরকার হবে সেটাই খরচ করা হবে। ভারতীয় বিমান বাহিনী যাতে প্রতিপক্ষের সমস্ত ধরণের আঘাতকে নাস্তানাবুদ করতে পারে সেদিকে দেখা হবে। ভারতীয় বিমান বাহিনীতে সক্ষম এবং স্পাইডারের মতো আধুনিক ব্যবস্থা তৈরি করা হবে। ফলে সেখানে গোটা ব্যবস্থাকে আরও সঠিকভাবে তৈরি করা হবে। 


অপারেশন সিঁদুরের পর থেকে প্রতিরক্ষা খাতে অনেক বেশি কাজ করার দিকে ঝুঁকেছে ভারত। সেদিক থেকে দেখতে হলে ভারতের এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলির কাছে বাড়তি মাথাব্যাথা হবে। ভারতের ওপর হামলা করার আগে প্রতিটি দেশ আগে থেকে ভাববে। ভারত যে আগামীদিনে যেকোনও হামলার যোগ্য জবাব দিতে তৈরি সেটা আগে থেকেই সকলে অনুমান করতে পারছে। 


মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্রের পাশাপাশি ভারত এবার থেকে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরিতে জোর দেবে। ফলে সেখান থেকে ভারতের শত্রুপক্ষ সহজে হামলার কথা চিন্তা করবে না। এই সমগ্র কাজটি অতি দ্রুত করা হবে। এছাড়া ভারতীয় বিমানবাহিনীতে বেশ কয়েকটি ফাইটার জেট নিয়ে আসা হবে।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে এই নতুন বিষয়গুলি ভারতীয় সেনাবাহিনীতে সামিল হলে সেখানে বাহিনীর ক্ষমতা আরও বাড়বে। এই তালিকায় সবার আগে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা কুইক রিঅ্যাকশন মিসাইল। এটা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সীমান্তে বাড়তি সহায়তা করবে। 


পাশাপাশি নৌবাহিনীতেও বেশ কয়েকটি নতুন সরঞ্জাম কেনা হবে। যার ফলে ভারতীয় নৌবাহিনী অনেক বেশি কার্যকরী হবে। তবে আধুনিক নানা প্রযুক্তির দিকে জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। বিপক্ষকে যাকে চোখের নিমিষে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেজন্যেই এই ব্যবস্থা করা হবে।
অপারেশন সিঁদুরে গোটা বিশ্ববাসী ভারতের শক্তি দেখেছে। ভারতের আকাশ মিসাইল সিস্টেম দেখে অনেকের চোখ কপালে উঠে গিয়েছে। এমনকি চিনে তৈরি পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিমেষে কাবু করেছে ভারতের মিসাইল। এছাড়া ব্রাক্ষ্মস মিসাইলের জেরে একেবারে হিমসিম খেয়েছে পাকিস্তান। তাই এবার বাড়তি অর্থ বরাদ্দ করে সেনাকে আরও শক্তিশালী করার দিকেই জোর দিয়েছে ভারত।


পাকিস্তান অপারেশন সিঁদুরের পর ভারতের শক্তি বুঝেছে। তবে তারা জঙ্গিদের মদত করা থেকে পিছিয়ে আসেনি। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি ফের ভারতের মাটিতে জঙ্গি হামলা হয় তাহলে ফের উচিত শিক্ষা পাবে পাকিস্তান।