আজকাল ওয়েবডেস্ক : সাইবার হানা রুখতে বিশেষ পদক্ষেপ নিল বেঙ্গালুরু মেট্রো কর্পোরেশন লিমিটেড। তারা প্রথম এই ধরণের একটি পদক্ষেপ নিতে চলেছে। একটি স্থায়ী সিকিউরিটি অপারেটিং সিস্টেম করতে চলেছে তারা। এর মাধ্যমে তারা সাইবার হানা, এআই সবকিছুকেই প্রতিহত করতে পারবেন। মেট্রোর মধ্যে প্রতিটি নেটওয়ার্ক এবং তারা কোথায় লগ ইন করছেন সেটা অতি সহজেই দেখতে পারবেন বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ।
বেঙ্গালুরু মেট্রোতে মোট ৬৬ টি স্টেশন রয়েছে। প্রতিটি মেট্রো স্টেশনে রয়েছে ২০০ টি ক্যামেরা। মোট ১৩ হাজার ২০০ টি ক্যামেরা রয়েছে। এছাড়া প্রতিটি মেট্রোতেও রয়েছে ক্যামেরা। এরপরই এই বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করেছে তারা। মেট্রো রেলের পক্ষ থেকে এমন ব্যবস্থা করা হবে যারফলে মেট্রো জোনে প্রবেশ করলেই সকলের ফোনের অ্যাকসেস চলে আসবে মেট্রো কর্তৃপক্ষের কাছে। ফলে তারা অতি সহজেই সাইবার হানা রুখতে পারবে।
সিসিটিভি নেটওয়ার্কের সঙ্গে সকলের ফোন অতি সহজেই কানেক্ট হয়ে যাবে। মেট্রো স্টেশনে প্রবেশ করামাত্র সমস্ত যাত্রীদের ফোনের হিসাব পেয়ে যাবে মেট্রো কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে সাইবার হানার বেশিরভাগই হয়েছে রেলকে কেন্দ্র করে। ২০২২ সালে পোলিস অথরিটি তাদের দেশে হওয়া সাইবার হানার সঙ্গে রেল নেটওয়ার্ক খুঁজে পেয়েছিল। ২০১৬ সালে দক্ষিণ কোরিয়াতেই একই ঘটনা হয়েছিল। সেখানেও রেলের সংযোগের খবর মিলেছিল। ২০২২ সালে জার্মানি এবং ২০১৯ সালে সান ফ্রান্সিসকোতেও একই ঘটনা দেখা গিয়েছিল।
বেঙ্গালুরু মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষ সাইবার সিকিউরিটির ব্যক্তিরা গোটা ঘটনাটি নিজেদের নজরে রাখবেন। প্রতিটি জায়গা থেকে তথ্য সংগ্রহ করা হবে এবং সেগুলি এক জায়গায় বিচার করা হবে। প্রতিটি ফোন কোথায় লগ ইন করছে তা সহজেই দেখা যাবে। কোথাও কোনও সমস্যা দেখা গেলেই সেই লগ ইনকে দ্রুত বন্ধ করা হবে। পাশাপাশি কোন ট্রেনের কোন ব্যক্তি সেই লগ ইন করলেন তাকেও দ্রুত ধরা হবে।
