আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বেঙ্গালুরুর এক বাড়ির মালকিনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর নিজের ফ্ল্যাট ভাড়া দেওয়ার একটি পোস্ট তিনি নিজেই প্রকাশ করেন। প্রকাশ করার সঙ্গে সঙ্গে এটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে। দেখা গিয়েছে এই ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কারণ শুধুমাত্র ফ্ল্যাটের বিবরণ নয়, বরং তাঁর রসিকতায় ভরা ক্যাপশন, যা অত্যন্ত বিস্ময়কর এবং একইসঙ্গে খোলা মনের দৃষ্টান্ত। তিনি তাঁর ফ্ল্যাটের বিবরণের পাশাপাশি, একন কিছু লিখেছেন যা সকলের নজর কাড়ে৷ বিশেষভাবে একটি লাইন সকলের দৃষ্টি কেড়েছে: 'ফিমেল অনলি, ক্যান বি এ স্মোকার, নন ভেজিটেরিয়ান, স্যাটান ওরশিপার। এভ্রিথিং ইজ এক্সেপটেড এক্সেপ্ট আনকাইন্ডনেস' (Female only, can be a smoker, non-vegetarian, satan worshiper. Everything is accepted except unkindness.)। অর্থাৎ, 'শুধু মহিলা, ধূমপায়ী হতে পারে, আমিষভোজী হতে পারে, এমনকি শয়তান পূজারীও হতে পারে। সব কিছু গ্রহণযোগ্য, শুধু নির্দয়তা ছাড়া।'
এই পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় এ শেয়ার করেন। জানিয়ে দেন যে তিনি তাঁর 'প্রিয়তম স্থান' ছেড়ে যাচ্ছেন এবং চাইছেন একজন মহিলা সেই মাস্টার বেডরুমে উঠুক। এটি একটি ৩ বেডরুমের অ্যাপার্টমেন্ট, যা এম্ব্যাসি গল্ফ লিংক্স (Embassy Golf Links (EGL)) এর কাছে অবস্থিত। ডোমলুর, ইন্দিরানগর, এইচএএল (HAL) বা ওয়াইন্ড টানেল রোড হয়ে বেলান্দুর যাওয়ার জন্য এটি খুবই সুবিধাজনক স্থান।
তিনি পোস্টে আরও জানান, মাসিক ভাড়া ১৮,৩০০ টাকা। পাশাপাশি ফেরতযোগ্য জামানত ৩৮,০০০ টাকা এবং এককালীন সেটআপ খরচ ২২,০০০ টাকা। বাড়িটি পুরোপুরি সজ্জিত, যথেষ্ট স্টোরেজ আছে, এমনকি এটি একটি উঁচু গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এবং ভেন্টিলেশন খুব ভালো। ফলত চারিদিক থেকে হাওয়া বাতাস খেলে৷
আবাসনের বিবরণ হিসেবে প্রয়োজনীয় তথ্য থাকলেও মূল আকর্ষণ ছিল বিজ্ঞাপনটির ভাষা ও মনোভাব। ধূমপায়ী, আমিষভোজী এমনকি 'শয়তান পূজারী' গ্রহণযোগ্য, কিন্তু 'নির্দয়তা গ্রহণযোগ্য নয়'-এই ধরনের মন্তব্যে সবাই প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই উদার মানসিকতা ও সততার প্রশংসা করেছেন।
আরও পড়ুনঃ ইউটিউব দেখে খুন! প্রেমিকের সঙ্গে মিলে এ কী করলেন যুবতী? সত্য ঘটনায় শিউরে উঠবেন আপনিও
তিনি আরও বলেন, আশেপাশের গলি জুড়ে চেরি ফুল ফুটে থাকে, ঘরে প্রচুর রোদ আসে, আর প্রতিদিন দুটি প্রিয় কুকুর, স্যান্ডি ও চ্যানেল, নতুন ভাড়াটিয়াকে অভ্যর্থনা জানাবে। ইজিএল এলাকার প্রশংসা করে তিনি বলেন, এটি হাঁটার বা দৌড়ানোর জন্য দারুণ উপযোগী একটি জায়গা। আর ইন্দিরানগরের ‘কুল’ জায়গাগুলো থেকে এটি অল্প দূরত্বে। সামান্য অটো দূরত্বে। ভাইরাল হওয়া পোস্টের ছবিগুলোর মধ্যে দেখা যায়, ঘরের মধ্যে উজ্জ্বল রোদ প্রবেশ করছে, যা বাড়ির আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।
৬ অগাস্ট পোস্টটি প্রকাশ পাওয়ার পর, এটি ২৯,০০০-এরও বেশি ভিউ পেয়েছে। অনেকেই এই সরল, খোলামেলা এবং অন্তর্ভুক্তিমূলক বিজ্ঞাপনের প্রশংসা করেছেন।
একজন মজা করে বলেন, 'শয়তানপূজারী ঠিক আছে, তাহলে কি পোষা সাপও চলবে?' আরেকজন মন্তব্য করেন, 'দয়া বা মায়া বাধ্যতামূলক-এমন এই প্রথম দেখলাম!'
তবে কেউ কেউ প্রশ্ন তোলেন, বেঙ্গালুরুর মতো শহরে কেন ভাড়াটিয়াদেরই নতুন ভাড়াটিয়া খুঁজতে হয়, মালিকেরা কেন এই দায়িত্ব নেন না? তবে সর্বোপরি, এই ব্যতিক্রমধর্মী বিজ্ঞাপনটি সবার কাছে প্রশংসিত হয়েছে তাঁর সততা, আন্তরিকতা ও রসিকতার জন্য।
