আজকাল ওয়েবডেস্ক: সম্পূর্ণ সুস্থ মানুষ শহরে এসেই অসুস্থ! অ্যালার্জি, কাশির সমস্যায় জেরবার। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় নিত্যদিন। অবশেষে সেই শহর ছাড়তে বাধ্য হল এক দম্পতি। ভারতের কোথায় সেই শহর? সোশ্যাল মিডিয়ায় সরাসরি জানিয়েছেন তাঁরা। 

 

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে দম্পতির ওই ভিডিওটি। ২৭ বছরের অপর্ণা ও অশ্বিনী জানিয়েছেন, বেঙ্গালুরুতে কর্পোরেট সেক্টরে দু'জনেই কর্মরত ছিলেন। সবার মুখে শুনেছিলেন, বেঙ্গালুরুতে টাটকা বাতাস, কোনও দূষণ নেই। সারাবছর মনোরম আবহাওয়া। সকলের মুখের কথা শুনে বেঙ্গালুরুতে এসেই তাঁদের ভুল ভাঙল। 

 

দম্পতি জানিয়েছে, 'আপনাদের অনেকেরই হয়তো অপছন্দ হবে, কিন্তু বেঙ্গালুরুতে ধীরে ধীরে আমাদের স্বাস্থ্য ক্ষয় হচ্ছে। সকলেই বলেন, বেঙ্গালুরুর আবহাওয়া মনোরম। কোনও দূষণ নেই। কিন্তু ফেব্রুয়ারি মাসেই এই শহরের বাতাসের গুণগত মান ২৯৭। যা অত্যন্ত ক্ষতিকর পর্যায়ের।' 

 

অপর্ণা ও অশ্বিনী জানিয়েছেন, বেঙ্গালুরুতে আসার পর যতদিন যাচ্ছে, ততই অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। নিত্যদিন পুষ্টিকর খাবার খাওয়া, শরীরচর্চার পরেও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে তাঁদের। অশ্বিনী জানিয়েছেন, তাঁর কখনও ঠান্ডা লাগা, কাশির সমস্যা ছিল না। বেঙ্গালুরুতে আসার পর সেই সমস্যা এখন প্রায়ই ঘটছে। বেঙ্গালুরুতে টিকে থাকা দিনে ১৫ বার ধূমপানের সমান ক্ষতিকর বলে জানিয়েছেন তাঁরা।