আজকাল ওয়েবডেস্ক: ভিক্ষুকের আজব দাবি! দাবি না মেটানোয় যুবকের কপালে জুটল বেধড়ক মার। কী চেয়েছিলেন ওই ভিক্ষুক? যে দিতে রাজি হননি যুবক। জানলে চোখ কপালে উঠে যাবে আপনার।
রোজ কত রকমের আজব ঘটনা দেখা যায় সমাজমাধ্যমে। সম্প্রতি এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রেস্তোরাঁয় খেতে বসেছিলেন এক যুবক। সেইসময় ওই যুবকের পিঠে আঘাত করছিলেন এক ভিক্ষুক। চুপ করে তাঁর মার সহ্য করে নিচ্ছেলেন ওই যুবক। কিন্তু কেন? নেটগরিকেরা সেই প্রশ্নও তুলেছে। ঘটনাটি মালেশিয়ার।
জানা গিয়েছে, ভিক্ষুক সিগারেট চেয়েছিল ওই যুবকের কাছে। যুবক ভিক্ষুকের অনুরোধ শোনেননি। সেই কারণেই ওই ভিক্ষুক এই কাণ্ড ঘটান।
ইতিমধ্যেই এই ভিডিওটি গোটা সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে। ২৬ সেকেন্ডের এই ভিডিও ২ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন।
