আজকাল ওয়েবডেস্ক: গ্রীষ্ম পড়তেই ফ্রিজে ঠান্ডা বিয়ারের খোঁজে ঘুরঘুর করছেন? আপনার প্রিয় ব্রিটিশ বিয়ারটা দোকানে নেই? এবার আর মনখারাপ নয়! কারণ ভারতের বাজারে ব্রিটিশ বিয়ার এখন আরও সস্তা।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। ৬ মে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত নতুন মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) ফলে ব্রিটিশ বিয়ারের উপর আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে এক লাফে কমে ৭৫ শতাংশে নেমে এসেছে। এর মানে, এখন ব্রিটিশ বিয়ার কিনতে আর পকেটে টান পড়বে না, বরং ঠান্ডা বিয়ার হাতে নিয়ে আরাম করে গ্রীষ্ম কাটানো যাবে।

শুধু বিয়ার নয়, ব্রিটিশ স্কচ হুইস্কির দামও হয়েছে অনেকটা সাধ্যের মধ্যে। এই হুইস্কির উপরও শুল্ক এখন ৭৫ শতাংশে নামানো হয়েছে, এবং আগামী ১০ বছরে ধাপে ধাপে তা ৪০ শতাংশে নেমে আসবে।

কিন্তু শুধুই সুরা প্রেমীরা নয়, গাড়িপ্রেমী, বিলাসবহুল পণ্যের অনুরাগীরাও উপকৃত হবেন এই চুক্তির ফলে। কারণ ব্রিটেন থেকে আগত বেশ কিছু চড়া দামের পণ্যের উপরও কর ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে, ব্রিটিশরা ভারত থেকে আমদানি করা পোশাক, চামড়ার সামগ্রীতে ছাড় দিচ্ছে।

তবে সবাইকে খুশি করা যায় না—চুক্তিতে কিছু ‘সংবেদনশীল’ পণ্য এখনও কর ছাড়ের বাইরে। যেমন, ব্রিটিশ ওয়াইনের উপর কোনো ছাড় নেই। ভারতও দুধ, পনির, আপেল, ওটস, ও তেলজাতীয় কৃষিপণ্যের উপর ছাড় দিতে রাজি হয়নি।

এই নতুন FTA ভারতের বাজারে বিদেশি স্বাদ এনে দেবে ঠিকই, তবে দেশীয় কৃষি ও শিল্পকে রক্ষা করেও চালানো হচ্ছে এই বাণিজ্য কূটনীতি। তাই বলাই যায়—এই গরমে ঠান্ডা বিয়ার নিয়ে যেমন উৎসব, তেমনি কূটনৈতিক দাবা চালেও বাজিমাত!