আজকাল ওয়েবডেস্ক: কয়েকবারের বিধায়ক, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্য রাস্তায় খুন করা হয়। ভোটমুখী মহারাষ্ট্রে শনিবার সন্ধেয় নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে পরপর তিনটে গুলি এসে লাগে প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি এর শরীরে।  সিদ্দিকি খুনে ফের চর্চায় লরেন্স বিষ্ণোই গ্যাং।একই সঙ্গে চর্চা শুরু হয়েছে সিদ্দিকির সম্পত্তি নিয়েও।

কী জানা যাচ্ছে? নির্বাচনী হলফনামা মোতাবেক বাবা সিদ্দিকি মোট ৭৬ কোটি টাকার সম্পত্তির মালিক। যদিও এর আগে, ২০১৮ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিদ্দিকির ৪৬২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করে। এর মধ্যে ছিল মুম্বইয়ের ৩৩টি ফ্ল্যাট। 

হলফনামায় উল্লিখিত সবকিছু দেখে যা বোঝা যায়, সিদ্দিকির শখ ছিল গাড়ি, সোনা, হীরের প্রতি। মার্সিডিজ বেঞ্জ-সহ একগুচ্ছ গাড়ি ছিল তাঁর গ্যারেজে। সঙ্গেই  ছিল ৩০ কোটির সোনা-হীরে সহ বহুমূল্যের গয়না। 

বিহারের বাবা সিদ্দিকি, পরেচলে আসেন মহারাষ্ট্রে। ১৯ বছর বয়সে হাত শিবিরে যোগ দেন তিনি। ১৯৯৯,২০০৪,২০০৯ সালে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন।বাবা সিদ্দিকি অজিত ঘনিষ্ঠ এনসিপি শিবিরে ছিলেন।