আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ মেলা থেকে শিক্ষা নিল অযোধ্যা। তাই সেখানে একটি বিরাট সিদ্ধান্ত নিল রাম মন্দির কর্তৃপক্ষ। তারা জানিয়ে দিয়েছে যারা এবার থেকে অযোধ্যায় মন্দির দর্শন করতে আসবেন তাদের জন্য ৬ টি বিশেষ দরজা করে দেওয়া হল। এবার থেকে ভক্তরা সেখান থেকেই যাতায়াত করতে পারবেন। যাতে অতিরিক্ত ভিড় না হয় সেজন্যেই এই ধরণের একটি সিদ্ধান্ত নেওয়া হল।
প্রয়াগরাজের থেকে অযোধ্যার দূরত্ব ১৬০ কিলোমিটার। তাই বহু ভক্ত প্রয়াগরাজ থেকে সরাসরি অযোধ্যাতে রাম মন্দিরকে দর্শন করতে চলে আসছেন। এরফলে রাম মন্দির চত্বরে ভিড় বাড়ছে। তাকে সামল দেওয়ার জন্যেই রাম মন্দির কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হল।
এবার থেকে অযোধ্যাকে ৬ টি ভাগে ভাগ করে দেওয়া হল। সেখানে অতিরিক্ত ১১ টি গেট বসানো হয়েছে। সেখান থেকেই ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এছাড়া মহাকুম্ভ মেলাতে যেভাবে পদপিষ্ট হওয়ার ঘটনা হয়েছে তাকে সামনে রেখে আগে থেকেই সতর্ক হতে চাইছেন মন্দির কর্তৃপক্ষ।
যেভাবে ১১ টি গেট দিয়ে এবার থেকে মন্দিরে প্রবেশ করা যাবে তেমনই ১১ টি দরজা দিয়ে তাদের বের করে দেওয়া হবে। এরফলে মন্দিরে অতিরিক্ত ভিড় সামলে দেওয়া যাবে। এবিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। সেখান থেকেই বাকি ব্যবস্থা করা হবে বলেই খবর।
মহাকুম্ভ মেলায় যেভাবে পদপিষ্ট হওয়ার ঘটনার পর ভক্তদের মৃত্যু হয়েছে সেখান থেকে বেশ চাপে যোগী সরকার। তাই অযোধ্যা নিয়ে তিনি বাড়তি সতর্ক। এখানেও যাতে ভক্তরা এসে জীবনহানির মতো ঘটনা না হয় সেদিকে নজর রাখতেই এই ব্যবস্থা করা হল।
