আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট হল এমন একটি জায়গা যেখানে সকলে নিজের টাকা রেখে শান্তি পান। আর যদি সেই সুদের হার যদি হয় অনেকটা বেশি তাহলে তো কথাই নেই। অতি সহজে নিজের টাকা সেখানে রেখে লাভের টাকা ঘরে তুলতে সকলেই নেমে পড়েন।

 


এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে বড় বদল করেছে। এই বিনিয়োগ রয়েছে ৩ কোটি টাকা পর্যন্ত। ২০ জানুয়ারি ২০২৫ থেকেই তারা ফিক্সস ডিপোজিটে এই পরিবর্তন করেছে। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৮.১০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৬০ শতাংশ হারে সুদ।


এখানে জেনারেল সিটিজেনরা ৭ দিন থেকে ১ মাস ১৫ দিনে সুদ পাবেন ৩.৭৫ শতাংশ। ১ মাস ১৬ দিন থেকে শুরু করে ৩ মাস পর্যন্ত সুদ পাবেন ৫.৫০ শতাংশ হারে সুদ। ৩ মাস ১ দিন থেকে ৬ মাস পর্যন্ত সুদ পাবেন ৬ শতাংশ হারে সুদ। ৬ মাস ১ দিন থেকে ১২ মাস পর্যন্ত সুদ পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ। ১২ মাস থেকে ১৫ মাস পর্যন্ত সুদ পাবেন ৭.৮৫ শতাংশ হারে সুদ।

 


সিনিয়র সিটিজেনরা ৭ দিন থেকে ১ মাস ১৫ দিনে সুদ পাবেন ৪.২৫ শতাংশ। ১ মাস ১৬ দিন থেকে শুরু করে ৩ মাস পর্যন্ত সুদ পাবেন ৬ শতাংশ করে। ৩ মাস ১দিন থেকে শুরু করে ৬ মাসে সুদ পাবেন ৬.৫০ শতাংশ। ৬ মাস ১ দিন থেকে ১২ মাস পর্যন্ত সুদ পাবেন ৭.৭৫ শতাংশ। ১২ মাস ১ দিন থেকে শুরু করে ১৫ মাস সুদ পাবেন ৮.৩৫ শতাংশ হারে সুদ। 


যদি এখানে বিনিয়োগ করতে চান তাহলে এই ব্যাঙ্কের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি সময়ের অভাব থাকে তাহলে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে সমস্ত তথ্য যাচাই করে দেখতে পারেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলেই নিজের টাকা বিনিয়োগ করতে পারেন।