আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ পরিস্থিতিতে হতে পারে জ্বালানি সংকট। ফলে, পেট্রোল পাম্পে লম্বা লাইন। রান্নার গ্যাস বুকিংয়ের হিড়িক। বিশেষ করে পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলিতে আতঙ্কে বাড়তি কেনাকাটা করে মজুত বাড়াতে দেখা গিয়েছে। এই অবস্থায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আশ্বাস, দেশে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস প্রচুর পরিমাণে মজুদ রয়েছে। ফলে আতঙ্কের কোনও কারণ নেই।

এক্স-পোস্টে, দেশের বৃহত্তম তেল সংস্থা ইন্ডিয়াল ওয়েল কর্পোরেশন জানিয়েছে যে, 'আতঙ্কিত হয়ে কেনা-কাটার কোনও প্রয়োজন নেই। সারা দেশে প্রচুর জ্বালানি মজুদ রয়েছে। আমাদের সমস্ত আউটলেটে জ্বালানি এবং এলপিজি সহজেই পাওয়া যাবে।'

ইন্ডিয়ান ওয়েল নাগরিকদের শান্ত থাকার এবং অপ্রয়োজনীয় ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছে।

মাইক্রো-ব্লগিং সাইটে বলা হয়েছে, "শান্ত থাকার মাধ্যমে এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে আমাদের আরও ভালোভাবে সেবা প্রদানে সহায়তা করুন। এটি আমাদের সরবরাহ লাইনগুলিকে নির্বিঘ্নে চালু রাখবে এবং সকলের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।" 

 

?ref_src=twsrc%5Etfw">May 9, 2025

বৃহস্পতিবার এবং শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের সমগ্র পশ্চিম সীমান্ত বরাবর সামরিক পরিকাঠামোতে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ শুরু করে। জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাটের বেশ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয় এবং ব্ল্যাকআউট করে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে আক্রমণগুলি "কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে"।

ভারত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি স্থানে পাক হামলা প্রতিহল করেছে।