আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি আসামের খ্যাতনামা মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আৰ্চিতা ফুকন এক গুরুতর সাইবার অপরাধের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন তাঁর নামে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করা হয়েছে৷ সেখান থেকে নানা ধরণের বিকৃত ও অশ্লীল ছবি ছাড়া হচ্ছিল। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত প্ৰতিম বোড়া নামের এক যুবক। ঘটনার জেরে গ্ৰেপ্তার করেছে ডিব্রুগড় পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ধৃত প্ৰতিম বোড়া আৰ্চিতার প্রাক্তন প্রেমিক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ভুয়ো প্রোফাইলটি ব্যবহার করছেন। আর্চিতা সোশ্যাল মডিয়ায় 'বেবিডল আর্চি' নামেও পরিচিত বলে জানা গিয়েছে। আর্চিতার বিভিন্ন ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন। এর ফলে আৰ্চিতাকে নানা সময়ে সামাজিকভাবে হেনস্থা ও অপমান সহ্য করতে হয়েছে। খবর অনুযায়ী, মূল ঘটনার সূত্রপাত হয় কয়েক সপ্তাহ আগে। আৰ্চিতার ভাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ডিব্রুগড় পুলিশের সাইবার শাখা তদন্ত শুরু করে। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে, IP অ্যাড্রেস ট্র্যাকিং ও মোবাইল ফোন লোকেশন ট্রেস করে অবশেষে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর গত শনিবার তাঁকে তিনসুকিয়াতে নিজের বাড়ি থেকে গ্ৰেপ্তার করে পুলিশ।
আরও পড়ুনঃ ফোন বন্ধ, তারপর থেকেই নিখোঁজ! দিল্লিতে উধাও ত্রিপুরার তরুণী, রহস্য ঘিরে চাঞ্চল্য
পুলিশ জানিয়েছে, গ্ৰেপ্তারের সময় প্ৰতিম বোড়ার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এই ডিভাইসগুলি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সন্দেহ করছে যে, এই যন্ত্রপাতিগুলি ব্যবহার করেই ভুয়ো অ্যাকাউন্টটি পরিচালনা করত প্রতিম। শ্রুতির বিকৃত ও অশ্লীল ছবি ছাড়া হত।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংবিধান অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, তথ্য প্রযুক্তি আইন (IT Act) অনুযায়ী সাইবার অপরাধ, পরিচয় চুরি, অশ্লীলতা ছড়ানো, অসম্মানজনক কন্টেন্ট প্রকাশ ও গোপনীয়তা লঙ্ঘনের ধারাও সংযুক্ত করা হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে আৰ্চিতা ফুকন বলেন, 'এই ধরনের হেনস্থার শিকার হওয়া খুবই অপমানজনক এবং মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার মত। আমি আইনের উপর সম্পূর্ণ ভরসা রাখছি৷ '
আরও পড়ুনঃ স্ত্রী অন্য প্রেমের সম্পর্কে'! রাগে হিংসায় ছুরি দিয়ে কোপ স্বামীর, কন্নড় অভিনেত্রীর ভয়াবহ পরিণতি
প্রসঙ্গত কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিতে তাঁকে আমেরিকান প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা কেন্ড্রা লাস্টের সঙ্গে দেখা যায়। সেই ছবি ঘিরেও ব্যাপক বিতর্ক ছড়ায়। তবে আৰ্চিতা সাফ জানিয়েছেন, ছবিটি পুরোপুরি বিকৃত এবং ওই ভুয়ো প্রোফাইল থেকেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো হয়েছে।
বর্তমানে প্ৰতিম বোড়া পুলিশ হেফাজতে রয়েছেন। এই ঘটনার পেছনে তাঁর মূল উদ্দেশ্য কী ছিল তদন্ত চলছে তা নিয়েও। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ভয়ানক অপরাধের জেরে কঠোর থেকে কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
