আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সরকারি বাসভবন  ফেরত চাইছে সুপ্রিম কোর্ট প্রশাসন। দিল্লির লুটিয়েন্স অঞ্চলের কৃষ্ণ মেনন মার্গের ৫ নম্বর বাংলোটি — যা প্রধান বিচারপতির সরকারি বাসস্থান হিসেবে নির্ধারিত — এখনো খালি না করায় জুলাই ১ তারিখে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়ে অবিলম্বে তা দখলে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিচারপতি চন্দ্রচূড় ২০২৪ সালের নভেম্বরে অবসর নিলেও, ছয় মাসের নির্ধারিত সময়সীমা মে ১০, ২০২৫-এ শেষ হয়ে গেছে। তবুও তিনি এখনো ওই Type VIII বাংলোতে বসবাস করছেন। যদিও তাঁকে বিকল্প হিসেবে তুঘলক রোডে একটি বাসভবন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত অবস্থায় থাকায় এখনো বসবাসের উপযোগী হয়নি।

বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন, তাঁর দুই কন্যা বিশেষভাবে সক্ষম এবং AIIMS-এ চিকিৎসাধীন, যার কারণে উপযুক্ত বাসস্থান খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। তিনি আরও জানান, সরকার কর্তৃক ভাড়াভিত্তিক একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটির সংস্কার শেষ হলেই তিনি স্থানান্তর করবেন।

তবে সুপ্রিম কোর্টের মতে, আগেই নির্ধারিত সময় উত্তীর্ণ হয়ে যাওয়ায় এখন আর বাড়তি ছাড় দেওয়া যাবে না, বিশেষত যেহেতু বেশ কয়েকজন বিচারপতি আপাতত গেস্ট হাউসে থাকতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়ম লঙ্ঘন হয়েছে এবং ‘আর কোনও দেরি না করে’ বাংলোটি দখলে নেওয়ার পদক্ষেপ করা হোক।

এটি একটি বিরল ঘটনা, যেখানে দেশের সর্বোচ্চ বিচারালয় প্রাক্তন প্রধান বিচারপতির কাছ থেকে বাসভবন ফেরত চেয়ে কেন্দ্রকে আনুষ্ঠানিক চিঠি দিল।