আজকাল ওয়েবডেস্ক : হাই alert জারি করা হল অমৃতসর বিমানবন্দরে। তিনটি ড্রোন বিমানবন্দর এলাকায় দেখা যায়। এরপর এই সতর্কতা জারি করা হয়। বেশ কয়েকটি বিমানের উড়ান বাতিল করা হয়েছে বলেও জানা গিয়েছে।
কারা এই ড্রোন এই এলাকায় উড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিমানবন্দর এলাকার মধ্যে এই ড্রোন নিয়ে তৈরী হয়েছে প্রবল জল্পনা। কোনও জঙ্গি সংগঠন এই ড্রোন উড়িয়ে নিজের কাজ করেছে বলে অনুমান করা হচ্ছে। গোটা এলাকা জুড়ে চলছে বিশেষ অভিযান।
পুলিশ জানিয়েছে এই ঘটনার অভিযোগ মেলার পর তারা গোটা এলাকা খুঁজে দেখেছে। তবে কোনও ড্রোন তারা পায়নি। এই ঘটনার জেরে বেশ কয়েকঘন্টা বিমান ওড়া বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য পরিষেবা ঠিক হয়। তবে কারা এই তিনটি ড্রোন ওড়াল তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে ইম্পল বিমানবন্দরে এমন একটি ড্রোন দেখা গিয়েছিল। এরপর সেখানে কড়া সতর্কতা জারি করা হয়েছিল। আসলে যেকোনও বিমানবন্দরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। গোটা বিমানবন্দরে রেড সতর্কতা জারি করা থাকে। তাই এই ব্যবস্থা।
