আজকাল ওয়েবডেস্ক: মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মসজিদ সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্ট হিন্দু পক্ষের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। শাহী ইদগাহ মসজিদকে ‘বিতর্কিত কাঠামো’ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছিল ওই আবেদনে। যাতে সংশ্লিষ্ট স্টেনোগ্রাফারকে এই মূল মামলার পরবর্তী কার্যক্রম এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলিতে "শাহী ইদগাহ মসজিদ"-এর পরিবর্তে "বিতর্কিত কাঠামো" শব্দটি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় তাই আবেদন করা হয়েছিল।

হিন্দু পক্ষের আইনজীবী মহেন্দ্র প্রতাপ সিংহ আবেদনটি দায়ের করেছিলেন। এই আবেদনটি ছিল শ্রীকৃষ্ণ জন্মভূমি সংলগ্ন জমি দখলের অভিযোগ ঘিরে চলমান বৃহত্তর মামলার একটি অংশ।

এদিকে মুসলিম পক্ষ লিখিত আপত্তি জমা দিয়ে হিন্দু পক্ষের আবেদনের বিরোধিতা করেছিল। মুসলিম পক্ষ জানায়, এই ধরনের শব্দ পরিবর্তন আদালতের নিরপেক্ষতা এবং ধর্মীয় সংবেদনশীলতার পরিপন্থী।

বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের একক বেঞ্চ আজ এই আবেদনের শুনানিতে হিন্দু পক্ষের আবেদন খারিজ করে মুসলিম পক্ষের আপত্তিকেই গ্রহণ করেন। আদালত জানায়, শাহী ইদগাহ মসজিদকে এই মুহূর্তে 'বিতর্কিত কাঠামো' হিসেবে চিহ্নিত করার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি নেই।

এই মামলা হল শ্রীকৃষ্ণ জন্মভূমি ও শাহী ইদগাহ মসজিদ নিয়ে দায়ের হওয়া মোট ১৮টি মামলার একটি, যেগুলোর মূল বিবাদ ভূমি সংক্রান্ত দাবি এবং ধর্মীয় অধিকার ঘিরে। বহু হিন্দু বিশ্বাস করেন, ঈদগাহ মসজিদের ঠিক পাশেই অবস্থিত স্থানটি হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান।

এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২ অগাস্ট।