আজকাল ওয়েবডেস্ক: এলাহাবাদ হাইকোর্ট একটি ধর্ষণ মামলায় অভিযুক্তকে জামিন মঞ্জুর করেছে, যেখানে বিচারপতি সঞ্জয় কুমার সিং পর্যবেক্ষণ করেন যে, "অভিযোগকারিণী নিজেই বিপদ ডেকে এনেছেন", কারণ তিনি মদ্যপ অবস্থায় অভিযুক্তের বাড়িতে যাওয়ায় সম্মত হন।

আদেশে বলা হয়, অভিযোগকারিণী এম.এ. পড়ুয়া, ফলে তিনি তার কাজের নৈতিকতা ও গুরুত্ব বোঝার ক্ষমতা রাখেন।

আদালতে অভিযুক্তের আইনজীবী বলেন, অভিযোগকারিণী নিজের ইচ্ছায় বন্ধুবান্ধবদের সঙ্গে বার-এ গিয়েছিলেন এবং সেখানেই নেশাগ্রস্ত হন। পরে তিনি অভিযুক্তের বাড়িতে বিশ্রামের জন্য সম্মত হন। আদালতের পর্যবেক্ষণ, এমনকি অভিযোগ সত্যি ধরা হলেও, অভিযোগকারিণী নিজেও পরিস্থিতির জন্য দায়ী।

এই আদেশ এমন এক সময়ে দেওয়া হল, যখন ২৬ মার্চ সুপ্রিম কোর্ট একটি পৃথক মামলায় এলাহাবাদ হাইকোর্টের একটি 'অসংবেদনশীল' রায়ে স্থগিতাদেশ দেয়, যেখানে বলা হয়েছিল, এক নারীর স্তনে হাত দেওয়া ও পায়জামার দড়ি টানা ‘ধর্ষণের চেষ্টা’ নয়।

সেই রায়ে বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের পর্যবেক্ষণ নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। এই দুটি পর্যবেক্ষণই দেশের বিচারব্যবস্থার সংবেদনশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।