আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে। আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে মেঘানিনগর এলাকায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী ছিলেন। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।


এদিকে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই বিমান সংস্থার শেয়ারের দর চার শতাংশ অবধি পড়ে গেল। তার মধ্যে টাল এন্টারপ্রাইজেস লিমিটেডের শেয়ার পড়েছে ৩.‌৮৪ শতাংশ। ইন্ডিগোর শেয়ার পড়েছে ৩.‌০১ শতাংশ। স্পাইসজেট ও গ্লোবাল ভেকট্রার শেয়ার পড়েছে যথাক্রমে ১.‌৮৫ ও ০.‌৯৬ শতাংশ। এমনকি এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গ্রুপ কোম্পানির শেয়ারও পড়েছে ব্যাপক হারে। 


প্রসঙ্গত, দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার ফলে আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, বিমানটি ভেঙে পড়ে এক বহুতলের উপর।