আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার পাইলটদের অবসর বয়স বাড়িয়ে ৬৫ বছর এবং উড়ানবিহীন (নন-ফ্লাইং) কর্মীদের অবসর বয়স বাড়িয়ে ৬০ বছর করা হবে। একটি সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। যদিও এনিয়ে এয়ার ইন্ডিয়া কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


বর্তমানে এয়ার ইন্ডিয়ায় পাইলট ও নন-ফ্লাইং কর্মীদের অবসর বয়স ৫৮ বছর। তবে এয়ারলাইনের সিইও ও এমডি ক্যাম্পবেল উইলসনের নেতৃত্বে অনুষ্ঠিত এক টাউনহলে অবসরের বয়স বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাইলটদের অবসর বয়স ৬৫ বছর এবং নন-ফ্লাইং স্টাফদের অবসর বয়স ৬০ বছরে উন্নীত করার এই পদক্ষেপ। তাদের অবসরের বয়সকে পূর্বতন ভিস্তারার কর্মীদের সমান করবে।

আরও পড়ুন: পুজোর আগেই সুখবর, রান্নার গ্যাস নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র


তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এবিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ায় প্রায় ২৪,০০০ কর্মী রয়েছেন। যার মধ্যে প্রায় ৩,৬০০ জন পাইলট এবং প্রায় ৯,৫০০ জন কেবিন ক্রু। তবে কেবিন ক্রুদের অবসর বয়স যা বর্তমানে এয়ার ইন্ডিয়ায় ৫৮ বছর সেটি বৃদ্ধি পেয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে কিছু পাইলট ও কেবিন ক্রু এয়ার ইন্ডিয়া ছেড়ে চলে গেছেন।


যদিও এয়ার ইন্ডিয়ায় পাইলটদের আনুষ্ঠানিক অবসর বয়স ৫৮ বছর। তবুও বেশিরভাগ পাইলটদের কার্যকাল ৬৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল যা বাণিজ্যিক পাইলটদের জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ কর্তৃক অনুমোদিত সর্বোচ্চ সীমা। টাটা ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগ ভিস্তারা ২০২৪ সালের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়। এই প্রক্রিয়ার সময়, ভিন্ন ভিন্ন অবসর বয়স নিয়েই এয়ার ইন্ডিয়ার কিছু পাইলটের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল।


প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা পুরোদমে শুরু করছে এয়ার ইন্ডিয়া। আমেদাবাদে ড্রিমলাইনার বিপর্যয়ের পর বেশ কিছু আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া। এরপর যাত্রী সুরক্ষা ও বিমান পরিচালনার মতো বিষয়গুলি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করে টাটা গোষ্ঠীর এই সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তাঁদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যার জন্য পরিষেবাতেও সমস্যা হয়েছে। কিন্তু পরিষেবায় ব্যাঘাত কমিয়ে আনা ও অভ্যন্তরীণ ব্যবস্থা সাবলীল করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ চলছে। ভবিষ্যতে যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন।

উইলসন আরও জানান, ১ আগস্ট থেকে প্রথম ধাপে আংশিকভাবে স্থগিত থাকা আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের শুরু করা হয়। আর ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক পরিষেবা সম্পূর্ণ চালু হয়ে যাবে।  এদিকে, প্যারিস যাওয়ার পথে পাখির ধাক্কায় ‘নাক’ ভাঙল আইবেরিয়া এয়ারলাইন্সের বিমানের। যার ফলে টেক অফের পর ফের বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। স্পেনের ওই বিমান সংস্থাটি জানিয়েছে, এয়ারবাসের এ৩২১ মডেলের ওই বিমানটি এক মাস আগেই তাদের হাতে এসেছিল। গত রবিবার মাদ্রিদ এয়ারপোর্ট থেকে বিমানটি টেক অফ করে। তারপরই কোনও বড় পাখির সঙ্গে সেটির ধাক্কা লাগে। তাতে বিমানের সামনের অংশ ও ইঞ্জিনের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কা লাগার ফলে পুরো বিমান কাঁপতে শুরু করে বলে জানিয়েছেন যাত্রীরা।