আজকাল ওয়েবডেস্ক: সময়টা এখন ভাল যাচ্ছে না এয়ার ইন্ডিয়ার। প্রতি পদে পদে এখন বিপদ অপেক্ষা করে রয়েছে। তাই এবার ধীরে চলো নীতি নিয়ে নিল তারা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘোষণা করল আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে তারা এবার ১৫ শতাংশ বিমান কম চালাবে।
যদিও এই সিদ্ধান্তটি তারা জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত রাখার কথা ঘোষণা করেছে। ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরই এই সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়াকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিল।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে তারা বিশেষ সতর্কতা নিতে চান। পাশাপাশি যাত্রীদের ক্ষেত্রে তারা অনেক বেশি সুবিধা দিতে আগ্রহী। তাই তারা এখন আন্তর্জাতিক উড়ান কিছু কমিয়ে সেই সময় প্রতিটি বিমানকে ভাল করে খতিয়ে দেখতে চান। এই সময়ের জন্যেই তারা এই ধরণের একটি সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়া লিখেছে, মধ্যপ্রাচ্যে ভোগলিক কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। যেভাবে ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে তারা ইউরোপ এবং পূর্ব এশিয়াতে নাইট কার্ফু চলছে। ফলে নিরাপত্তার দিকটি মাথায় রেখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
পাশাপাশি এয়ার ইন্ডিয়ার বিমানে যে মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে সেগুলিকে ভাল করে খতিয়ে দেখতে চান তারা। ফলে এই সময় তারা সেই কাজ করবেন। এই অসুবিধার জন্য তারা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। কবে থেকে ফের স্বাভাবিক উড়ান হবে সেবিষয়ে তারা পরে জানিয়ে দেবেন। যদি যাত্রীদের কোনও অসুবিধা হয় তাহলে তারা অতি দ্রুত নিজেদের টাকা ফেরত পেয়ে যাবেন।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এই ধরণের একটি ঘটনা হল তা দেখা হবে। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ২৬ টি বিমানকে সার্ভিস করতে পাঠানো হয়েছে।
