আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে বৃহস্পতিবার ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানান, উদ্ধারকৃত ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, "এই ব্ল্যাক বক্স বিশ্লেষণের মাধ্যমে দুর্ঘটনার মুহূর্তগুলির প্রকৃত চিত্র পাওয়া সম্ভব হবে বলে আশা করছি।"

মন্ত্রী জানান, দুর্ঘটনার পরপরই এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি তৎপর হয়েছে। DG-AAIB নিজেই ঘটনাস্থলে পৌঁছেছেন। ইতিমধ্যেই ৫টা নাগাদ ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে।

দেশে কঠোর বিমান নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিমানের নিরাপত্তা খতিয়ে দেখতে Boeing 787 সিরিজের সমস্ত ৩৪টি বিমানের উপর জরুরি ভিত্তিতে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি বিমানের ইতিমধ্যে পরিদর্শন সম্পন্ন হয়েছে।”

বেসামরিক বিমান পরিবহন সচিব সমীর কুমার সিনহা জানান, প্যারিস-দিল্লি-আহমেদাবাদ রুটে বিমানটি এর আগে কোনো ধরনের ত্রুটি ছাড়াই উড়েছিল।

AI 171 নামক ওই বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে মোট ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন। বিমানটি উড়ে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই মেঘানিনগরের একটি মেডিকেল হোস্টেল ও ক্যান্টিন কমপ্লেক্সে ভেঙে পড়ে। প্রাণ হারান মোট ২৭০ জন।

তদন্ত চলছে, রিপোর্ট প্রকাশের অপেক্ষায় গোটা দেশ।