আজকাল ওয়েবডেস্ক: সবই তো ঠিকঠাক ছিল, না কি কিছুই ঠিক ছিল না? ১২ জুন ঠিক কী হয়েছিল? কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। শনিবার সাংবাদিক বৈঠক করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটি মাত্র ৬৫০ ফুট উচ্চতায় উঠেছিল। তারপরেই ক্রমাগত নীচে নামতে থাকে।

১২ জুন আহমেদাবাদে বিমানটি দুর্ঘটনার হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান চলাচল সচিব সমীর কুমার সিনহা জানান, বিমানটি উড়ানের ঠিক এক মিনিট পরে মেঘানিনগরের একটি মেডিকেল হোস্টেল কমপ্লেক্সে ভেঙে পড়ে।

তিনি বলেন, “৬৫০ ফুট উচ্চতায় পৌঁছনের পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। ক্রমশ নীচে আসতে শুরু করে। পাইলট এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)-কে ১টা ৩৯ মিনিটে মেডে কল দেন। এটিসি-র তথ্য অনুযায়ী, এর পর বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি। এর ঠিক এক মিনিট পরেই আহমেদাবাদ বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে মেঘানিনগরে বিমানটি ভেঙে পড়ে।“ সমীর জানিয়েছেন, দুর্ঘটনার আগে বিমানটি প্যারিস-দিল্লি-আহমেদাবাদ সফর করে ফিরেছিল। তখন কোনও সমস্যা হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপু। তিনি বলেন, “আহমেদাবাদ বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। আমিও একটি সড়ক দুর্ঘটনায় আমার বাবাকে হারিয়েছি। তাই, কিছুটা হলেও, পরিবারের সদস্যরা যে ব্যথা এবং যন্ত্রণা অনুভব করছেন তা আমি বুঝতে পারি।“

মন্ত্রী আরও জানিয়েছে, অসামরিক বিমান চলাচল দপ্তর (ডিজিসিএ)-এর নির্দেশ অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বহরের উপর নজরদারি শুরু হয়েছে। তিনি বলেন, "ভারতে ৩৪টি ড্রিমলাইনার বিমানের মধ্যে আটটি ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে।"

আহমেদাবাদের মেঘানিনগরে ২৪২ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। যেটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। বিমানের যাত্রীদের মধ্যে মাত্র এক জন আশ্চর্যরকম ভাবে বেঁচে গিয়েছেন। বাকি সকলেরই মৃত্যু হয়েছে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ নাগরিক, সাত জন পর্তুগিজ নাগরিক এবং একজন কানাডার নাগরিক ছিলেন। বিমানটি বিজে মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল। সেখানেও কয়েকজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই প্রতিবেদনটি লেখার সময় বিমান দুর্ঘটনার ফলে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪-এ।