আজকাল ওয়েবডেস্ক : এয়ার ইন্ডিয়ার মাথায় নতুন পালক। বুধবার ১ জানুয়ারি থেকে তারা নতুন এক পরিষেবা চালু করল। এবার থেকে দেশের মধ্যে এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করলেই মিলবে ফ্রি ওয়াইফাই। এই পরিষেবা এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭-৯ এবং এয়ারবাস এ৩২১ নিও এয়ারক্রাফটে পাওয়া যাবে। যারা বিমানে বসে সামাজিক মাধ্যমে নিজেদের আপডেট রাখতে চান তাদের কাছে এই সুবিধা হাতে চাঁদ পাওয়ার সমান।
বিমানটি ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়লে এই পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই ওয়াইফাই পরিষেবা এয়ার ইন্ডিয়া দেবে একেবারে বিনা পয়সায়। বিমানে থাকা সমস্ত ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোনে এই পরিষেবা আরামে পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়া দেশের মধ্যে যত উড়ান হবে সেখানে এই পরিষেবা পাওয়া যাবে। যদি এই পরিষেবায় সঠিক ফল পাওয়া যায় তাহলে আগামীদিনে আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও এই পরিষেবা দেওয়ার কথা ভাবছে এয়ার ইন্ডিয়া। সেখানে নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, সিঙ্গাপুরের উড়ানগুলিতেও এই পরিষেবা শুরু করা হবে।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে আধুনিক যুগের সঙ্গে তাল রেখে কাজ করতে চায় এয়ার ইন্ডিয়া। যতক্ষণ বিমানের মধ্যে যাত্রীরা থাকবেন তাদের সমস্ত সুবিধার দায়িত্ব এয়ার ইন্ডিয়ার। ফলে তারা এই কাজকে দক্ষতার সঙ্গেই করতে চায়। আকাশের বুকে যাতে প্রতিটি যাত্রী স্বাচ্ছন্দ্যে নিজেদের আপডেট রাখতে পারেন সেজন্য এই পরিষেবা তৈরি করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
আপনি এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে কীভাবে নিজের ওয়াইফাই কানেক্ট করবেন একবার জেনে নিন। প্রথমে নিজের ওয়াইফাই কানেক্ট করতে হবে। তারপর আপনাকে এয়ার ইন্ডিয়া ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করতে হবে। এরপর নিজের পিএনআর নম্বরটি দিলেই আপনার ডিভাইসে ফ্রি ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে।
