আজকাল ওয়েবডেস্ক: ১২ জুনের মর্মান্তিক, ভয়াবহ বিমান দুর্ঘটনা। মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল আহমেদাবাদ। বিমানের একজন ছাড়া বাকি সকল যাত্রী, কর্মী, এমনকি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের বহু পড়ুয়া, কর্মীর মৃত্যু হয়েছে ওই মর্মান্তিক দুর্ঘটনায়।
কেন ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা? কোন গাফিলতিতে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান? এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তার প্রাথমিক রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে দুর্ঘটনার প্রায় একমাসের মাথায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে এএআইবি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পর, প্রাথমিক তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট বানানো হয়েছে, তাই জমা দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে।
তবে প্রাথমিক তদন্তে কারণ হিসেবে কী বলা হয়েছে? কেন এই দুর্ঘটনা? তা স্পষ্ট জানা যায়নি। ওই রিপোর্ট জনসমক্ষে আসেওনি। জানা গিয়েছে চলতি সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহে ওই রিপোর্ট জনসমক্ষে আসতে পারে।
১২ জুন, বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ভেঙে পড়ে। বিমানটিতে ২৪২ জন ছিলেন। একজন ছাড়া দুর্ঘটনায় মৃত্যু হয় সকলের।
