আজকাল ওয়েবডেস্ক: সকলেই প্রায় একই পরিবারের। তুতো বোনেরা। একসঙ্গে কাজ করছিলেন একটি ফার্মে। গরমের চোটে কাজ সেরেই সকলে গিয়েছিলেন যমুনার তীরে। স্নান করার জন্য নেমেছিলেন নদীতেও। তারপরেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন, একসঙ্গে নদীতে ডুবে মৃত্যু হয়েছে ছয় তরুণীর। ওই প্রতিবেদনের তথ্য, ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জনাইয়েছেন ওই তরুণীরা ভিডিও-রিলস বানাচ্ছিল। প্রথমে বেশকিছুক্ষণ নদীর তীরেই তারা হুটোপুটি করে। তারপরেই আচমকা নেমে যায় গভীর জলে। স্রোতের টানে ভেসে গিয়েছিল বলেই প্রাথমিক ধারণা।
মঙ্গলবার দুপুরে আগ্রার সিকান্দ্রা থানা এলাকায় যমুনা তীরে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। ঘটনার পর থেকে শোকস্তব্ধ গোটা গ্রাম। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, জলে ডুবে তৎক্ষণাৎ মৃত্যু হয় চার তরুণীর। মৃত অবস্থাতেই উদ্ধার করা হয় তাদের। বাকি দু’ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। প্রাণ গিয়েছে ওই দুই তরুণীরও।
 
 ঘটনার পরে প্রত্যক্ষদর্শীরাই খবর দেন পুলিশে। জেলা প্রশাসনের কর্মকর্তা-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন তৎক্ষণাৎ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে। তবে কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, ছ’ জনেরই মৃত্যুর কারণ জলে ডুবে যাওয়া বলেই মনে করা হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
