আজকাল ওয়েবডেস্ক: অতি সম্প্রতি পরপর কর্মক্ষেত্রে কাজের অত্যাধিক চাপের কারণে কর্মীদের মৃত্যুর অভিযোগ উঠেছে। চিনের দুই ব্যক্তির কাজের চাপে মৃত্যুর ঘটনা নিয়ে তোলাপড় যখন সমাজমাধ্যম, তখনি প্রকাশ্যে আসে তরুণী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যানা সেবিস্টিয়ান পেরায়িলের মৃত্যুর খবর।

অ্যানা ইওয়াই, আর্নস্ট অ্যান্ড ইয়ং ইন্ডিয়া-ইয় কর্মরত ছিলেন। মেয়ের মৃত্যুর পর, তাঁর মা চিঠিতে লিখেছিলেন, অত্যাধিক কাজের চাপেই মৃত্যু হয়েছে মেয়ের। তাঁর অভিযোগ, মেয়ে সিএ পাশ করেই, ওই সংস্থায় যোগ দেয়। কিন্তু ওই বেসরকারি সংস্থার যোগ দেওয়ার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। ওই কেন্দ্রীয় শ্রম মন্ত্রক অ্যানার মৃত্যুর তদন্ত করবে বলেও জানা গিয়েছে।

 

ইতিমধ্যে কন্যা-হারা মায়ের চিঠির পরেই ওই বেসরকারি সংস্থার চেয়ারম্যান তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্টে লিখেছেন, কর্মীদের ভাল রাখা সংস্থার প্রথম লক্ষ্য। তিনি ব্যক্তিগতভাবে কর্মীকে ভাল রাখার বিষয়টিকেই সর্বাধিকার দেবেন বলে জানান।

 

অন্যদিকে ২৬ বছরের অ্যানার মৃত্যুর পর, আরও অনেকেই কর্মক্ষেত্রে কাজের চাপের কথা তুলে এনেছেন। আকাশ ভেঙ্কটেসুব্রহ্মণ্যম অভিযোগ করেছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তাঁর স্ত্রী ওই সংস্থার কাজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তিনি ওই সময়ে কাজ ছেড়ে না দিলে, কী ভয়ানক পরিণতি হত, তা ভেবেই শিউরে উঠছেন তিনি।