আজকাল ওয়েবডেস্ক: গুলি করে খুন, একেবারে ক্যামেরার সামনে। দিল্লির ভয়াবহ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যাপক হারে।

 

ঘটনাস্থল দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ-১। বিবাদ-ঝামেলা নয়, আচমকা প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় বছর ৩৫-এর জিমের মালিককে। গোটা ঘটনাটি বন্দি হয়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।

 

জানা গিয়েছে, ওই জিম মালিকের নাম নাদির শাহ। আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তি চিত্তরঞ্জন পার্কে থাকতেন। ভয়াবহ গুলি চলার ঘটনার আগে তাঁকে পার্কিং লটে একজনের সঙ্গে গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে।  আচমকাই দেখা যায়, চেক শার্ট পরা এক ব্যক্তি, এসে আচমকা গুলি চালায় দু’ জনের সামনে এসে। একজন পালিয়ে প্রাণ বাঁচালেও পরপর গুলি লাগে নাদিমের শরীরে। জানা যাচ্ছে, অন্তত ছয় থেকে আটবার গুলি চালায় আততায়ী। ঘটনাস্থল থেকে পুলিশ গুলি-কার্তুজের খোল উদ্ধার করেছে। নাদিরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।   

 

ইতিমধ্যে আবার এই খুনের দায় স্বীকার করেছে এক ব্যক্তি। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ব্রারের সহযোগী রোহিত গোদারা ইতিমধ্যে সমাজমাধ্যমে পোস্ট করে ঘটনার দায় স্বীকার করেছে।জানা গিয়েছে, ব্যবসায়িক চুক্তিতে বাধা থেকেই এই হত্যার পরিকল্পনা। রোহিত সমজমাধ্যমে জানিয়েছে, তিহার জেল থেকে সমীর বাবা তাকে বার্তা দেওয়ার পরেই এই খুনের পরিকল্পনা। অন্য কেউ ব্যবসায় বাধা হয়ে দাঁড়ালে তাঁরও একই পরিণতি হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।