আজকাল ওয়েবডেস্ক:  মত্ত অবস্থায় ছিলেন না , রাস্তায় গর্ত থাকার জেরেই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরক দাবি ভদোদরার পথদুর্ঘটনার অভিযুক্তের। সংবাদমাধ্যমকে অভিযুক্ত জানান, সেদিন ৫০ কিমি গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তাঁর দাবি সেদিন তিনি মত্ত অবস্থায় ছিলেন না। সেই সময় চার আক্রান্ত ব্যক্তি রাস্তায়  ছিলেন না বলেও জানিয়েছেন তিনি। অভিযুক্ত আরও জানান যে , হোলির দহন অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি। এমনকি ওই ব্যক্তি জানতেনও না যে দুর্ঘটনার জেরে এক মহিলা প্রাণ হারিয়েছেন।  পুলিশ তাঁকে মৃত মহিলার সম্পর্কে জানালে তিনি জানতে পারেন। 
অভিযুক্ত এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, তিনি আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে চান। পরিবারের লোকেরা যা চাইবেন, তিনি তাতেই রাজি হবেন। এক সাংবাদিক তাঁর বাবার পেশা সম্পর্কে জিজ্ঞাস করলে তিনি উত্তরে বলেন, তাঁর বাবা  কলের  ব্যবসায়ী। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ভদোদরার করলবাগ অঞ্চলে একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে  অতি দ্রুততার সঙ্গে এসে একটি চলন্ত স্কুটি এবং তিনজন পথচারীকে  ধাক্কা মারে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা ঘটিয়ে  চালক মাঝরাস্তায় দাঁড়িয়ে উল্লাস চিৎকার করছিলেন। এরপরেই রাস্তার ধারের সিসিটিভিতে রেকর্ড হওয়া দুর্ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়।