আজকাল ওয়েবডেস্ক: ২৫ মে দিল্লি পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন। এই ভোট এবার কার্যত একতরফা হতে চলেছে। কারণ, দিল্লি পুরনিগমের ভোটে এবার প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি (আপ)। সোমবার ভোটে না-লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন দিল্লির বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।

কেন লড়াই থেকে সরে গেল আপ? দিল্লির প্রাক্তন শাসক দলের যুক্তি, বিজেপি কাউন্সিলরদের কিনে ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে ফেলেছে। কিন্তু আপ তা পারেনি, আর ভবিষ্যতে কখনও এমন করবেও না। তাই দল দিল্লি পুরনিগমের ভোট থেকে সরে দাঁড়াল।

মাস দুয়েক আগেই দিল্লি বিধানসভা ভোটে পদ্ম শিবিরের কাছে হেরেছে আপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারও বিজেপিকে কার্যত সুবিধা করে দিল অরবিন্দ কেজরিওয়ালের দল। হার নিশ্চিৎ জেনেই দলের মুখরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে আপ নেতারা। কেন্দ্র এবং দিল্লি রাজ্য উভয় স্তরেই বিজেপির শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত। আপের এই পদক্ষেপের জেরে, দিল্লি পুরনিগমেও এবার পদ্ম ফোটার অপেক্ষা। বলাই যায় যে, দিল্লি শাসন করবে এবার 'ট্রিপল-ইঞ্জিন সরকার'।

২০১৯ সালে দিল্লি পুরনিগমের নির্বাচনে পরাজিত হয়েছিল বিজেপি। তারপর থেকে ধারাবাহিক ভাবে পরিষদীয় দলের শক্তি বৃদ্ধি করেছে তারা। মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য বিজেপির ঝুলিতে প্রায় ১১৯টি ভোট রয়েছে।

বর্তমান দিল্লি পুরনিগমের (এমসিডি) গঠন

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, ২৫০ সদস্যের এমসিডি নিম্নরূপ:

আপ: ১২১ আসন
বিজেপি: ১১৯ আসন
কংগ্রেস: ৯ আসন
নির্দল: ১ আসন