আজকাল ওয়েবডেস্ক: সুরের আমি, সুরের তুমি, সুর দিয়ে যায় চেনা। সে এক আজব গ্রাম। সেখানে সবাই কথা বলেন শিস দিয়ে। মেঘালয়ের পূর্ব খাসি হিলের কোলে অবস্থিত কংথং গ্রাম। শিলং থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের কাহিনি শুনলে চোখ কপালে উঠবে আপনারও। 

 

এই গ্রামের মহিলারা শিস দিয়ে কথা বলেন। সন্তানকে ডাকেন পাখির নাম ধরে। শুধু পাখির নামই নয় অনেকক্ষেত্রে পাতা ঝড়ার শব্দ, জল পড়ার টুপটাপ শব্দ এইসব নিয়ে তারা সুর তোলেন। একেকজন যেভাবে সুর তোলেন সেটা নিয়ে সেই পরিচয় নিয়েই তারা এগিয়ে চলেন জীবনে। অনেকের ক্ষেত্রে আজীবন পরিচয় হিসেবে কাজ করে এগুলো। এর মাধ্যমে গ্রামবাসীরা প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ এবং সৃজনশীলতার পরিচয় বহন করে থাকেন। কিছু সুর কারও নির্দিষ্ট হয়ে থাকে। সেই সুর শুনলেই বোঝা যায়, সেই বিশেষ মানুষটিই ডাকছেন। 
 

এই গ্রামের মানুষের নাম নেই কোনও। যত এই গ্রামের কথা শুনবেন তত অবাক হবেন আপনি। কেউ ডাকছেন বন্ধুকে, কেউ ডাকছেন নিজের সন্তানকে, কেউ ডাকছেন প্রেমিক প্রেমিকাকে। কিন্তু পুরো বিষয়টাই সুরের মাধ্যমে। সুর দিয়েই যেন গোটা গ্রামকে বেঁধে ফেলেছেন গ্রামবাসীরা।