আজকাল ওয়েবডেস্ক: ভারতের আইনজগতে এক ঐতিহাসিক মুহূর্তে, সুপ্রিম কোর্টের সামনে প্রথমবারের মতো একজন সম্পূর্ণ দৃষ্টিহীন মহিলা আইনজীবী মামলা লড়লেন। আঞ্চল ভাটেজা, যিনি জন্ম থেকেই কম দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করেন এবং পরে পুরোপুরি দৃষ্টিহীন হয়ে পড়েন, ৬ জুন সুপ্রিম কোর্টে একজন সম্পূর্ণ দৃষ্টিহীন আবেদনকারীর হয়ে মামলা উত্থাপন করেন।
আঞ্চল, যিনি ২০২৩ সালে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল থেকে স্নাতক হন, চ্যালেঞ্জ করেছেন উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের ১৬ মে, ২০২৫-এর নিয়োগ বিজ্ঞাপনটিকে। বিজ্ঞাপনটিতে শুধু চারটি উপ-প্রকারের প্রতিবন্ধকতার জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে—যার মধ্যে দৃষ্টিহীনতা নেই। এই মামলায় আঞ্চল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও এসসি শর্মার বেঞ্চের সামনে বিষয়টি জরুরি শুনানির জন্য উল্লেখ করেন, এবং আদালত ৯ জুন শুনানির দিন ধার্য করে।
আবেদনে বলা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞাপনটি RPwD আইন, ২০১৬-এর ৩৪ নম্বর ধারা এবং সংবিধানের ১৪, ১৯(১)(জি) ও ২১ অনুচ্ছেদের লঙ্ঘন। একইসঙ্গে আবেদনকারীর স্ক্রাইবের (লেখক) অনুরোধ অগ্রাহ্য করাও তুলে ধরা হয়েছে। আঞ্চলের ভাষায়: “এই জায়গায় আসতে পেরে আমি গর্বিত, কিন্তু একইসঙ্গে বিষণ্ণ। কারণ, আমি চাইতাম এই পথ আগেই বহুবার কেউ হেঁটে যাক। দৃশ্যমানতা জরুরি, প্রবেশাধিকার জরুরি, আর কাঠামোগত পরিবর্তন সময় নেয়।”
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে সারাহ সানি নামের এক শ্রবণ ও বাক প্রতিবন্ধী আইনজীবী সুপ্রিম কোর্টে ইশারার ভাষায় যুক্ত হয়ে মামলা লড়েছিলেন। এই মামলার মাধ্যমে আবারও স্পষ্ট হলো—ভারতের বিচারব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক ন্যায়ের লড়াই এগিয়ে চলেছে।
