আজকাল ওয়েবডেস্ক: খেলাধুলার মাঝে বারবার যৌন নিগ্রহ। প্রায়শই স্পর্শ করে যৌনাঙ্গ। আর সহ্য করতে না পেরে অবশেষে মায়ের কাছেই প্রতিবেশী বৃদ্ধের কুকীর্তি ফাঁস করল চার বছরের শিশুকন্যা। তার মায়ের অভিযোগের ভিত্তিতে ৯২ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাটে। অভিযুক্ত বৃদ্ধ নির্যাতিতার প্রতিবেশী ছিল। রাজকোটের রেলনগর এলাকার বাসিন্দা তারা। প্রায়ই বাড়ির বাইরে, প্রতিবেশীর বাড়ির সামনে খেলাধুলা করত চার বছরের শিশুকন্যা। গত বৃহস্পতিবার আচমকা কাঁদতে কাঁদতে মায়ের কাছে ছুটে আসে। মায়ের কাছে সে জানায়, খেলতে খেলতে প্রতিবেশী বৃদ্ধ তার যৌনাঙ্গ স্পর্শ করেছে। 

 

মেয়ের অভিযোগ শুনেই বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন মা। এরপরই থানার দ্বারস্থ হন। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে বৃদ্ধকে ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধ নাতি ও ৬০ বছরের মেয়েকে নিয়ে থাকত। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তিন থেকে চার দিনের মধ্যে চার্জশিট পেশ করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৪ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের সামনে শিশুকন্যার বয়ান রেকর্ড করা হয়েছে। বৃদ্ধের বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।