আজকাল ওয়েবডেস্ক: তুমুল আদরের মাঝেই ৬৫ বছরের বৃদ্ধার গলা টিপে খুন করার অভিযোগে গ্রেপ্তার ৪৫ বছরের এক যুবক। পুলিশ জানিয়েছে, বর্তমানে অভিযুক্ত যুবক পুলিশি হেফাজতে রয়েছে। দীর্ঘ জেরায় খুনের ঘটনাটি সে স্বীকার করে নিয়েছে। খুনের নেপথ্যে কী কারণ ছিল, তাও জানিয়েছে সে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌসাম্বীতে। পুলিশ জানিয়েছে, বিয়ের ছ'-সাত বছরের মধ্যে বৃদ্ধাকে তাঁর স্বামী ত্যাগ করেন। কোনও সন্তান নেই তাঁদের। এরপর শ্বশুরবাড়ির অদূরে একটি মাটির বাড়িতে একাই থাকতেন তিনি। সেখানে দুধ দিতে আসত যুবক। কখনও কখনও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পৌঁছে দিত। 

ক্রমেই দুধওয়ালা যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বৃদ্ধার। রাতের দিকে প্রায়ই যুবককে বাড়িতে ডাকতেন। কথা বলতে বলতে শারীরিক সম্পর্কেও কয়েকবার লিপ্ত হন। কিন্তু সঙ্গমে রাজি ছিলেন না বৃদ্ধা। গত শুক্রবার রাতে আবারও যুবককে বাড়িতে ডাকেন। সেই সময় বৃদ্ধার সঙ্গে যৌনতার ইচ্ছে প্রকাশ করে যুবক। কিন্তু বৃদ্ধা জানিয়েছিলেন, তাঁর শরীর ভাল নেই। তাই যৌনতায় লিপ্ত হবেন না। 

কিন্তু যুবকের মনে হয়েছিল, বৃদ্ধা অজুহাত দিচ্ছেন। তখনই বৃদ্ধার গলা টিপে খুন করে পালিয়ে যায় সে। ঘটনার দু'দিন পর যুবককে গ্রেপ্তার করে পুলিশ।