আজকাল ওয়েবডেস্ক: রেললাইনের উপর দিয়ে গাড়ি চালিয়ে রীতিমতো সাড়া ফেললেন এক বৃদ্ধ। নাগাল্যান্ডের ডিমাপুরের ঘটনা৷ জানা গিয়েছে, রেললাইনের ওপর মহিন্দ্রা থার চালিয়ে উঠে পড়লেন এক বৃদ্ধ। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। গত ১৬ ডিসেম্বর গভীর রাতে ডিমাপুর স্টেশনের কাছে বার্মা ক্যাম্প এলাকায় ১ নম্বর লাইনে ঢুকে পড়ে ওই গাড়িটি। সেখানেই লাইনের মাঝখানে গাড়িটি ফেঁসে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল ও পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত বড় কোনও দুর্ঘটনা ছাড়াই গাড়িটিকে লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
খবর অনুযায়ী, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৬৫ বছর বয়সি ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সমাজমাধ্যমে অনেকেরই দাবি, ঘটনার সময় ওই বৃদ্ধ মত্ত অবস্থায় ছিলেন। বৃদ্ধের এই কাণ্ড দেখে নেটিজেনরা রীতিমতো তাজ্জব। নেটিজেনদের একাংশের মতে, এই চরম খামখেয়ালিপনা কেবল চালকের নয়, ট্রেনের শয়ে শয়ে যাত্রীর প্রাণ সংশয়ের কারণ হতে পারত। সময়মতো গাড়িটি সরানো না গেলে কোনও বড়সড় ট্রেন দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
এই ঘটনার জেরে রেল সুরক্ষা বাহিনী থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে রেল আইনের ১৫৩ এবং ১৪৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনায় তৎপর হয়েছে নাগাল্যান্ড পুলিশ। প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে, রেললাইনের ওপর দিয়ে গাড়ি চালানো আইনত অপরাধ এবং চরম বিপজ্জনক। এই ধরণের কাণ্ডজ্ঞানহীন কাজ যেমন প্রাণের ঝুঁকি বাড়ায়, তেমনই রেলের সম্পত্তিরও বিপুল ক্ষতি করতে পারে। সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। মামলা জারি রয়েছে।
