আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় মঙ্গলবার সকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে ছয়জন সেনা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নওশেরারয় নিয়ন্ত্রণ রেখার উপর।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, সকাল ১০.৪৫ নাগাদ একজন সেনা জওয়ান ভুলবশত একটি ল্যান্ডমাইনের উপর পা রেখে ফেললে বিস্ফোরণটি ঘটে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনের আঘাত মারাত্মক হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে, অনুপ্রবেশ রোধে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা এলাকায় প্রায়শই ল্যান্ডমাইন পোঁতা থাকে। ভারী বৃষ্টিপাতের ফলে কখনও ওই ল্যান্ডমাইনগুলি সরানোর কাজ চলে। যার ফলেই এ দিনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে, পাক মদতপুষ্ট জঙ্গিরা এই ল্য়ান্ডমাইন বিছিয়েছিল কিনা, তা এখনও স্পষ্ট করে জানায়নি সেনা।
